জি বাংলার ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori) এখন এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে প্রতিটা পর্বেই নতুন বিপদ আর নতুন প্রশ্ন দর্শকদের সামনে দাঁড় করাচ্ছে! সাম্প্রতিক প্রোমো দেখে স্পষ্ট, গল্প এবার আরও অন্ধকার ও জটিল দিকে মোড় নিতে চলেছে! গোরার বিশ্বাস, ঈশ্বরের আশীর্বাদ আর দিতিকে ঘিরে তৈরি হওয়া আবেগের মাঝেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে এক ভয়ংকর ষ’ড়যন্ত্র!
ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী, আদালতের নির্দেশে হওয়া ডিএনএ পরীক্ষার রিপোর্ট অলৌকিকভাবে না মেলায় পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। আদালত ঘোষণা করে দেয় এই মেয়েটিই আসলে রূপ, দিতি নয়। সেই সিদ্ধান্তের পর গোরা অদ্বিতীয়াকে নিয়ে আবার নিজের বাড়িতে ফেরে, মনে করে এবার হয়তো সব বিপদ কেটে গেছে। কিন্তু বাস্তবে বিপদের ছায়া যে এখনও পিছু ছাড়েনি, সেটা বোঝা যায় পরবর্তী ঘটনাগুলোতে।
প্রসঙ্গত, গোরার দিক থেকে সবকিছু শান্ত মনে হলেও অন্যদিকে রয়েছে পুলস্ত। দিতির সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল, সে কোনওভাবেই মেনে নিতে পারছে না যে এই মেয়ে রূপ। বরং তার লোভ এখন সম্পত্তির দিকে। দিতির বোনকে বিয়ে করে সমস্ত সম্পত্তির উপর দখল পাওয়াই তার মূল লক্ষ্য। আর সেই পরিকল্পনায় দিতির বেঁচে থাকা যে বড় বাধা, সেটাও সে ভালোভাবেই জানে। কারণ দিতির স্মৃতি ফিরে এলে, সমস্ত সত্য প্রকাশ্যে আসতে পারে।
এই প্রেক্ষাপটেই সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা যায় আরও ভয়ংকর দৃশ্য! মহাপ্রভুর আরতির সময় গোরা যখন রূপ অর্থাৎ ছদ্মবেশী অদ্বিতীয়াকে ডাকছে, ঠিক তখনই বাড়িতে হাজির হয় কয়েকজন অচেনা কালো পোশাকের সাধু। তারা জানায়, রূপ একবার মৃ’ত্যুর পর আবার ফিরে এসেছে, এই খবর শুনেই আশীর্বাদ করতে এসেছে। সেই আশীর্বাদের মানেই দিতির পায়ে ছাই মাখিয়ে দেওয়া হয় আর সঙ্গে সঙ্গেই সে জ্ঞান হারিয়ে ফেলে!
আরও পড়ুনঃ ফাঁকা প্রেক্ষাগৃহে পাশাপাশি ‘দেশু’! স্মৃতি, খুনসুটি আর এক ঐতিহাসিক ঘোষণা ‘দেশু ৭’ নিয়ে! ভারতবর্ষের বিনোদনে নজিরবিহীন পদক্ষেপ! আজ দেব-শুভশ্রীর লাইভে কী ঘটল?
এরপরই ধরা পড়ে আসল সত্য। ওই সাধুরা কেউই সাধু নয়, ছদ্মবেশে ছিল দিতির বোন আর পুলস্ত! এই কথা অবশ্য গোরা বুঝতে পারে না। সাধুরা চলে যেতেই, গোরা বুঝে যায় যে দিতির বিপদ এখনও পুরোপুরি কাটেনি, বরং এবার তা আরও গভীর হয়েছে! বিশ্বাস, ভক্তি আর প্রতারণার এই সংঘাতে গল্প কোন দিকে এগোবে? দিতিকে বাঁচাতে এবার গোরার সামনে কী সিদ্ধান্ত অপেক্ষা করছে? সেই উত্তর পেতে হলে চোখ রাখতেই হবে ‘তারে ধরি ধরি মনে করি’র আগামী পর্বগুলিতে।
