Bangla Serial

Sidhai: “হল্লাপার্টি গেছে আর এবার এসেছে বাচ্চাপার্টি”! ‘সিধাই’ মোমেন্ট দেখার ইচ্ছায় জল ঢাললো শাক্য-মিষ্টি! হতাশ ফ্যান

বাংলা টেলিভিশন দুনিয়ার সবথেকে জনপ্রিয়তম জুটি‌ জানতে চাইলে আপনার মাথায় কোন জুটির নাম আসে? এই জুটির ফ্যান ফলোয়ার্স দেখলে আঁতকে উঠতে পারে যে কেউ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। মিঠাই (Mithai)-সিদ্ধার্থ (Sidharth) জুটি। যাঁদের ধারাবাহিকের নাম মিঠাই (Mithai)। টেলিভিশন দুনিয়ায় দাপট দেখিয়েছে এই ধারাবাহিক। সৌজন্যে এই দুই অভিনেতা- অভিনেত্রী। যাঁদের সম্পর্কের কেমিস্ট্রিতে মজে টেলিভিশন জগত।

বিগত দু’বছর যাবৎ জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক “মিঠাই” বাঙালি দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর এই জনপ্রিয়তার নিরিখে টিআরপি তালিকায় দীর্ঘদিন ধরে ফার্স্ট গার্ল ছিল সেই। তবে স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়ার সৌজন্যে পিছু হটে মিঠাই। এই ধারাবাহিকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু। আর নায়কের চরিত্রে সুদর্শন অভিনেতা আদৃত রায়। বাংলা টেলিভিশনের হার্টথ্রব তিনি।

এই মুহূর্তে বর্তমানে মিঠাই বন্ধ হওয়ার গুঞ্জনে তোলপাড় টেলিপাড়া। আসলে শোনা যাচ্ছে জি বাংলায় শুরু হতে চলেছে এক নতুন ধারাবাহিক ‘ফুলকি।’ ইতিমধ্যেই সামনে এসেছে ‘ফুলকি’র প্রোমো। জানা গেছে, জি বাংলা প্রোডাকশন তৈরী করছে এই ধারাবাহিক। শোনা যাচ্ছে, এই ধারাবাহিক আসার ফলে জি বাংলা প্রোডাকশনের অন্য একটি ধারাবাহিক এবার বন্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে। টেলিপাড়ায় গুঞ্জন উঠেছে সন্ধ্যা ৬টার স্লটে ২৪শে এপ্রিল থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক। যথারীতি এই স্লটে দেখানো হয়ে থাকে মিঠাই। শোনা যাচ্ছে এই ধারাবাহিক এবার বন্ধের মুখে দাঁড়িয়ে। এমনও শোনা যাচ্ছে মিঠাই ধারাবাহিকের অন্তিম দিনের শুটিংও নাকি সম্পন্ন হয়েছে।

Sid Shakya

কিন্তু এর মধ্যেই জমে উঠেছে সিদ্ধার্থ-মিঠাইয়ের দ্বিতীয় প্রেম পর্ব। আগে সিড-মিঠাইয়ের মাঝে ঢুকে পড়ত মনোহরার বিখ্যাত হল্লাপার্টি।‌‌ আর এখন ঢুকে পড়ে বাচ্চাপার্টি। আসলে শাক্য, মিষ্টি নামে দুই ছোট ছোট বাচ্চার বাবা-মা যে তাঁরা। আর এবার বাবা-মা রোম্যান্সের মাঝে ঢুকে পড়ে রীতিমতো গোল বাঁধলো তাঁরা। যে রোম্যান্স দেখার জন্য উদগ্রীব ছিল দর্শককূল তাতে জল ঢাললো তাঁরা।

আর তা দেখে এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আগে ছিল হল্লাপার্টি আর এখন হলো বাচ্চাপার্টি। বেচারা দরজা টা লাগাবে তো। মনে হচ্ছে মিঠাই ঘরে থাকার পারমিশন দিয়েছে বাট দরজা লাগানোর পারমিশন দেই নি। আহারে উচ্ছেবাবুর কত শখ ছিল এতদিন পর একটু বউয়ের থেকে মাথা টিপে নেবে। উচ্ছের সাথে সাথে আমাদের সিধাই মোমেন্ট দেখার শখ ও গেল।’

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।