জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP: সর্বনাশের মাথায় বাড়ি! মিঠাইয়ের এত খারাপ ফলাফল? নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না দর্শক! ‘জি বাংলা প্রোমো না দিয়ে কী হাল করলি দেখ’, ক্ষোভে ফুঁসছে তারা

এখনো নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না মিঠাইয়ের দর্শকরা। জি বাংলার দোষের জন্য পুরোপুরি ডুবে গেল মিঠাইয়ের টিআরপি। এরকম ভাবে চলতে থাকলে তো প্রথম পাঁচ থেকেও ছিটকে বেরিয়ে যাবে। কিছুক্ষণ আগেই বেরিয়েছে টিআরপি আর সেটা দেখে চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে মিঠাই ভক্তদের।

সত্যি কথা বলতে মিঠাই কে সবথেকে বেশি ভালবাসেন ভক্তরা। এখন তাদের মনে হচ্ছে যে ধারাবাহিকের কলাকুশলী এবং নির্মাতা বা গল্প লেখিকা কেউই মিঠাইয়ের টিআরপি নিয়ে একটু ভাবিত নন। নাহলে টপার হওয়া ধারাবাহিককে প্রমো ছাড়াই দেখিয়েছে সপ্তাহের পর সপ্তাহ। নতুন গল্প এসেছিল সেটাও একদম ভালো না। আদিত্যকে আরো বেশি করে বদমাইশি করতে দেখানো যেত। এইসব অবহেলার কারণে মিঠাই আজ ৬.৬ পেয়ে পঞ্চম স্থানে। ধুলোকণা তৃতীয়।

চলতি সপ্তাহে কে প্রথম হবে সেটা আন্দাজ করাই গেছিল। দুর্দান্ত ফ্যাশন শো দেখিয়ে গাঁটছড়া আবার ফিরে এসেছে লড়াইয়ে। আসুন পড়ে নিই কে কত পেয়েছে।

5:00 PM : বিক্রম বেতাল (১.৩)
5:30 PM : গুড্ডি (৩.৬) | দিদি No.1 S9 (২.৬)
6:00 PM : নবাব নন্দিনী (৪.৬) | পিলু (৪.৩)
6:30 PM : সাহেবের চিঠি (৬.২) | খেলনা বাড়ি (৫.৯)
7:00 PM : গাঁটছড়া (৮.৪) | জগদ্ধাত্রী (৬.৪)
7:30 PM : আলতা ফড়িং (৭.৮) | গৌরী এলো (৭.৩)
8:00 PM : ধুলোকণা (৭.৬) | মিঠাই (৬.৬)
8:30 PM : মাধবীলতা (৫.৭) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)
9:00 PM : এক্কা দোক্কা (৫.০) | এই পথ যদি না শেষ হয় (৫.১)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.৪) | লালকুঠি (৪.৪)
10:00 PM : আয় তবে সহচরী (৪.৭) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৪.০)
10:30 PM : গোধূলি আলাপ (৩.৪) | উড়ন তুবড়ি (৩.৫)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৬) | শিশু ভোলানাথ (২.০)

রান্নাঘর (১.১)
সা রে গা মা পা (৫.৫)
দিদি No.1 [সানডে ধামাকা] (৫.৯)
Dance Dance Junior (৩.৫)

Nira

                 

You cannot copy content of this page