Connect with us

Bangla Serial

মেখলার হবু বরের সঙ্গে হৈহৈ করে বিয়ে করছে নোলক! নোলককে হাসতে দেখে জ্ঞান হারিয়ে পড়ে গেল অরিন্দম, গোধূলি আলাপে আসছে মোড় ঘোরানো সপ্তাহ

Published

on

Nolok Marriage

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল গোধূলি আলাপ। ধারাবাহিক শুরু হয়েছে মাত্র কয়েক মাস হল কিন্তু এর মধ্যেই কৌশিক সেন এবং নবাগতা সমু সরকারের জুটি মানুষের ভালই লাগছে। নোলক হিসাবে সমুর অভিনয় যেকোনো বড় অভিনেত্রীকে পাল্লা দেবে। অরিন্দম হিসেবে কৌশিক সেনের অভিনয় নিয়ে কিছু না বলাই ভাল কারণ কৌশিক সেন কীরকম অভিনেতা সেটা আমরা সকলেই জানি।

ইতিমধ্যেই কালকে এসেছে নতুন প্রোমো যেখানে একদম অভিনব বিষয় নিয়ে আসা হচ্ছে গোধূলি আলাপে আর এই সপ্তাহে মনে হচ্ছে না পিলু দাঁড়াতে পারবে গোধূলি আলাপের সামনে। মেখলাকে দেখতে আসবে পাত্রপক্ষ কিন্তু যখন সুন্দর করে শাড়ি পরা অবস্থায় নোলক তাদের শরবত দিতে আসবে তখন তাকে অরিন্দমের মেয়ে ভেবে পছন্দ করে ফেলবে পাত্র পক্ষ।আসলে নোলক যখন সিঁদুর পরতে গেছিল তখন তাকে ধাক্কা মেরে সিঁদুরের কৌটো ফেলে দেওয়া হয়েছে।

আর এবার নতুন প্রোমো নিয়ে এসেছে স্টার জলসা যেখানে আমরা দেখতে পেলাম অরিন্দম স্বপ্ন দেখবে যে নোলকের বিয়ে হচ্ছে সেই পাত্রের সঙ্গে। নোলক বেজায় খুশি, কনে বউ সাজে তার খুব আনন্দ হচ্ছে। সে সাত পাকে ঘুরছে হাসতে হাসতে।তাকে যখন অরিন্দম এর বোন জিজ্ঞাসা করে তুই এত হাসছিস কেন তখন নোলক বলে আমার তো স্বপ্নের রাজপুত্র সঙ্গে বিয়ে হচ্ছে তাই আমার এত আনন্দ। এই কথা শুনে অরিন্দম মাথা ঘুরে পড়ে যায়।

আসলে এটা পুরোটাই স্বপ্ন দেখছিল অরিন্দম।আর এই প্রোমো দেখে বেজায় খুশি দর্শকরা তার কারণ তারা বলছে যে এইবার উকিলবাবু বুঝতে পারবে নোলককে সে ভালোবেসে ফেলেছে। নোলক রানী উকিল বাবুর মনে পাকা পাকি জায়গা তৈরি করে ফেলেছে। না হলে এই দুঃস্বপ্ন দেখে অরিন্দম কষ্ট পেত না।