Bangla Serial
Gouri Urmi: টুকাই-উর্মির হানিমুনের দৃশ্য হুবহু নকল করল গৌরী এলো! গৌরীর ওপর বিরক্ত এই পথের ভক্তরা, ‘একই প্রোডাকশন হলেও একটু কি আলাদা করা যেত না?’, প্রশ্ন তাদের

এখন বাংলা ধারাবাহিক অনেক সাবালক হয়েছে। অনেক ঘনি’ষ্ঠ দৃশ্য অবলীলায় দেখানো হয় তবে অবশ্যই কিছু কথা মাথায় রেখে। কিন্তু দুজনের মধ্যে একান্ত দৃশ্য দেখে বেশ মজা পায় নেটিজেনরা।
এখন আবার একটা ট্রেন্ড হয়েছে হানিমুন দেখানো।মিঠাই একমাত্র পাহাড়ে গিয়েছিল আর জি বাংলার বাকি সিরিয়ালগুলো দীঘা মন্দারমনি পর্যন্ত যায়। সপরিবারে হানিমুন হয় আবার যেটা খুব দৃষ্টিকটু। গৌরী এলো তে সেটা হয়নি। দীঘার তালসারিতে শুটিং হয়েছে। অভিযোগ উঠেছে যে গৌরী এলো কপি করেছে আমাদের এই পথ যদি না শেষ হয় কে।
তাজপুরে শুটিং হয়েছিল আমাদের এই পথ যদি না শেষ হয়ের হানিমুন এপিসোড আর সেখানে যে রকম ভাবে আমরা টুকাই আর উর্মিকে দেখেছি ঠিক সেরকম ভাবেই গৌরী আর ঈশানকে তালসারিতে দেখা গেল। উর্মি যেরকম ভাবে বালি দিয়ে ঘর বানিয়ে ছিল সে রকম ভাবেই ঘর বানালো গৌরী। দুজনের ছুটে যাওয়ার দৃশ্যটা এক।
এই জিনিসগুলো নিয়ে খুব বিরক্ত হয়েছেন আমাদের এই পথ যদি না শেষ হয় এর ভক্তরা। হতে পারে একই প্রোডাকশন একই পরিচালক তাই বলে একই জিনিস হুবহু কপি করে দেবেন।
