জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

হাসপাতালে ভর্তি হল অ’ন্তঃসত্ত্বা গুনগুন! নেটিজেনদের দাবি মৃত্যুর পর গুনগুনের বেবি হয়েই ফিরবে ড্যাডি

স্টার জলসার ধারাবাহিক খড়কুটো যেভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

একেবারে শুরু থেকেই বাঙালি বাড়ির ঐতিহ্য একান্নবর্তী পরিবারের কাহিনী তুলে ধরেছেন চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলী। সব সিরিয়ালের ক্ষেত্রে আজকাল টিকে থাকার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ টি আর পি। আর এই ধারাবাহিক এক সময়ে টি আর পি চার্টের একেবারে শীর্ষ স্থান দখল করে ছিল।

কিন্তু একের পর এক নতুন সিরিয়ালের চাপে কিছুটা হলেও এর জন্যে উদ্দীপনা কমে আসে দর্শকদের মনে। তবে এবার যে প্রোমো সামনে এলো সেটা তুখোড়।

 

কিছুদিন আগেই দেখানো হলো কীভাবে প্রতারক স্রোতের হাত থেকে বেঁচে ফিরেছে সাঁজি। মিথ্যে বিয়ের সম্পর্কের জাল ছিঁড়ে বেরিয়ে স্রোতকে আগেই জেলে পাঠায় সে। এদিকে আবার গত মাসেই হঠাৎ প্রয়াত হন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

Gungun Daddy

তিনি এই ধারাবাহিকে তৃণা সাহার অনস্ক্রিন বাবার চরিত্রে অভিনয় করছিলেন। তাঁর মৃত্যুর পর ঠিক হয়েছিল এই সিরিয়ালে গুনগুনের ড্যাডির চরিত্রে আর কাউকে আনা হবে না। এবার এই নিয়েই একটি বিশেষ ইঙ্গিত দিলো প্রোমো।

সৌজন্যর বাবা হওয়ার দিন এসেই গিয়েছে কারণ গুনগুনকে হাসপাতালে ভর্তি করা হলো। আবার তাঁর ড্যাডির মৃত্যু সংবাদ পেতেই নড়েচড়ে বসেছে গোটা বাড়ি।

279109780 1957868521268137 6257841414744881538 n.jpg? nc cat=103&ccb=1 5& nc sid=5cd70e& nc ohc=Oenh9bdHRYMAX9HHJ f& nc ht=scontent.fccu3 1

Gungun

কারণ এই অবস্থায় বাবার চলে যাওয়ার খবর তারা দেবে না হবু মাকে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খড়কুটোর এক ভিডিও। ভালোয় ভালোয় তার ডেলিভারিটা হওয়ার অপেক্ষা করছে সৌজন্য, পটকা, জ্যাঠাই, মিষ্টি বৌদি। সবার এটাই চিন্তা যে সত্যিটা জানলে কী অবস্থা হবে গুনগুনের।

Piya Chanda

                 

You cannot copy content of this page