জি বাংলার জনপ্রিয় মিঠাই ধারাবাহিক শেষ হয়ে গেছে। এই ধারাবাহিকে দেখানো হয়েছিল শাক্য, মিষ্টি নামে দুই ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে নায়ক ও নায়িকা সিড-মিঠাইয়ের। মিঠাইয়ের শেষের দিকে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এই দুই চরিত্র। এই দুই খুদে অভিনেতা-অভিনেত্রীর দুষ্টু মিষ্টি আচরণ, এবং অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।
বলা যায় ধীরে ধীরে মিঠাই পরিবারে প্রাণ হয়ে উঠেছিল এই দুই খুদে সদস্য। মাতিয়ে রাখত পুরো পরিবারকে। মিঠাই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় এই দুই চরিত্রকে ভীষণভাবে মিস করছেন দর্শকরা। উল্লেখ্য, মিঠাই-সিদ্ধার্থর ছেলের চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তী। আর মেয়ের চরিত্রে অভিনয় করছিলেন শিশু অভিনেত্রী অনুমেঘা কাহালি।
উল্লেখ্য, মাত্র ৫ বছর বয়সেই দর্শকদের মনে রাজত্ব করা শুরু করে দেয় খুদে অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তী। শুধুমাত্র অভিনয় নয়। অসাধারণ গানের গলা ধৃতিষ্মানের। সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভালো রকমের পরিচিতি পেয়েছে এই ছোট্ট তারকা। মাত্র ৫ বছর বয়সেই সে ভারতবর্ষের একাধিক ভাষায় গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে। আর তাঁর অনস্ক্রিন বোনও এবার নিজের দারুণ গানের গলায় চমকে দিল সবাইকে।
মিঠাই ধারাবাহিকের বিদায় লগ্নে একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে অনুমেঘা এবং ধৃতিষ্মান দু’জনেই জানিয়েছিল যে মিঠাই ধারাবাহিকের পুরো ইউনিটকে মিস করবে তাঁরা। মিস করবে তাঁরা দু’জন দু’জনের সঙ্গে খুনসুটি, বদমাইশি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনুমেঘার গান। বলা যেতে পারে রীতিমতো নিজের দাদাকে গানের লড়াইয়ে হারিয়ে দিয়েছে সে।
ওয়ার্ল্ড মিউজিক ডে তে হারে রে রে রে গান গেয়ে শোনায় অনুমেঘা। পোস্ট করে সোশ্যাল মাধ্যমে। তাঁর গান পছন্দ হলে একটি লাইক করার অনুরোধ করে সে। ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে তাঁর গানটি। খুদে অভিনেত্রীর গলায় গান মুগ্ধ করেছে নেটিজেনদের। তা গানের এই লড়াই জিতল কে? দাদা না বোন? আপনার পছন্দ কে?