জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নিজে হিন্দু ব্রাহ্মণ হয়েও প্রেমিক মুসলিম! ‘পিলু’র রাইয়ের মনের মানুষ অভিনেত্রীকে জন্মদিনে দিল বিশেষ উপহার

জি বাংলায় খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ধারাবাহিক পিলু। একঝাঁক তারকাখচিত এই ধারাবাহিকের নায়িকা পিলুর চরিত্রে করেছেন নবাগত অভিনেত্রী মেঘা দাঁ। এছাড়াও পিলু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী সৌমি চক্রবর্তী। তাঁর চরিত্রের নাম রাই। সৌমির অভিনয় খুব কম সময়ের মধ্যেই পছন্দ করেছে দর্শক। এর আগে রাসমণি ধারাবাহিকে কমলার চরিত্রে অভিনয় করেছিলেন সৌমি।

গত ৩ রা মে ছিল অভিনেত্রীর জন্মদিন। আরে বিশেষ দিনটিকে আরো সুন্দর করে তুললেন অভিনেত্রীর প্রেমিক। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় আড়ি পাতলেই চোখে পড়ে প্রেমিকের সাথে কাটানো সুন্দর মুহূর্তের ছবি দেখা যায়।

কখনও সুইমিং পুলের জলে ঘ’নিষ্ঠ অবস্থায় ধরা দিয়েছেন, কখনও আবার নাইটক্লাবে জমিয়ে এনজয় করছেন। রাই-য়ের মনের মানুষের নাম আসলে শাহনাওয়াজ খান।

প্রেমিকার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা আর আদরে ভরালেন শাহনাওয়াজ। নিজের বাড়িতে সৌমিকে ডেকে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিলেন। কেক, বেলুন, মোমবাতিতে সাজানো তার গোটা ঘর৷ কেক কাটার পর তাঁকে উপহার দিতে ভুললেন না। সামিল ছিলেন অভিনেত্রী প্রেমিকের বাড়ির সবাই। সেই ভিডিও ভাইরাল হয়েছে।সোশ্যাল মিডিয়ায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page