Connect with us

    Bangla Serial

    লালনকে নিয়ে টানাটানি ফুলঝুরি এবং চড়ুইয়ের! কিন্তু লালনের আসল বউ কত সুন্দরী জানেন? দেখুন ছবি

    Published

    on

    টলিপাড়ায় বেশকিছু তারকা দম্পতির কাহিনী জনপ্রিয়। আবার অনেক তারকা দম্পতিরাই একটু আড়ালে থাকতে ভালোবাসে। সচরাচর অনেকের গল্প সামনে আসে না।

    তৈরি করে এমন অনেক নায়ক রয়েছে যারা বাস্তবে বিবাহিত। তবু তাদের দেখলেই মুক্তবানি শুরু হয়ে যায় বাঙালি মেয়েদের। এর মধ্যে অন্যতম হলো ধূলোকণা ধারাবাহিকের মূল চরিত্র লালন।

     

    View this post on Instagram

     

    A post shared by Souravi Tarafdar (@souravi91)

    বর্তমানে টিআরপি দিক দিয়ে সেরা সিরিয়াল হিসেবে স্থান পেয়েছে ধূলোকণা। এই ধারাবাহিকের চরিত্রে অভিনয় করছে ইন্দ্রাশিষ রায়। ইন্দ্রশিষ বাস্তবে বিবাহিত এবং তার স্ত্রীর নাম সৌরভী তরফদার। এটা অনেকেই জানেনা। তবে তার স্ত্রী গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত নয়।

     

    View this post on Instagram

     

    A post shared by Souravi Tarafdar (@souravi91)

    সৌরভী রেডিও মির্চিতে কাজ করে। গত বছর 16 ই জানুয়ারি দুজন আইনি মতে এক হয়। সেই ছবি দুজনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলো। তারপর অনুরাগীদের তরফ থেকে আসে শুভেচ্ছার বন্যা। নাকি স্ত্রীকে দেখতে অতীব সুন্দরী। আপনাদের জন্য রইল সেই বিয়ের কিছু ছবি।