জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শ্রীময়ীর জুন আন্টি আবার ফিরে এলো! এবার কোন ধারাবাহিকে খলনায়িকা হচ্ছেন উষসী?

গত বছর শেষ হয়েছে শ্রীময়ী ধারাবাহিক। কিন্তু শ্রীময়ী বা জুন আন্টি কাউকে ভুলতে পারেনি বাঙালি দর্শক। অপরদিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেও বিপুল দর্শকদের মন জয় করেছেন উষসী চক্রবর্তী। তবে বাংলা নতুন বছরের শুরুতেই নতুন উপহার আনলেন উষসী। কী সেটা?

আবার ফিরছেন জুন আন্টি হয়ে। না এবার কোন ধারাবাহিক নয়, জুন আন্টির রূপে ফিরলেন সোশ্যাল মিডিয়ায়। ধারাবাহিকের একটা দৃশ্য রিক্রিয়েট করেছেন উষসী চক্রবর্তী। আর এই নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখার মত। এতদিন তারা মিস করেছে জুন আন্টিকে সেটা তাদের প্রতিক্রিয়া দেখেই বোঝা গেল।

নায়িকা জানিয়েছেন শেষ হলেও জুন আন্টির গল্প যেন শেষ হচ্ছে না। আরে তুই কমেন্ট বক্সে সবাই জানিয়েছে তারা এতদিন মিস করেছি জুন আন্টিকে। তাই অন পাবলিক ডিমান্ড নতুন বছরে নতুন ফরমেট জুন আন্টি এল সকলের সামনে। শাড়ি পরে সেই একই লুকে হাজির হলেন তিনি। কিছুটা সংলাপ বললেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page