জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিয়ের পর শ্বশুরবাড়িতে আসতেই অঘটন উর্মির সঙ্গে! অনুরাগের ছোঁয়ার নতুন এপিসোড নিয়ে চাঞ্চল্য

খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। সূর্য আর দীপার কেমিস্ট্রি ভালো লেগেছে দর্শকদের। ধারাবাহিকের বিষয়বস্তু অন্যান্য গতানুগতিক ধারাবাহিকের থেকে আলাদা। তাই সহজেই আকৃষ্ট করেছে দর্শকদের নজর। ফলে টিআরপি তালিকাতেও ভালো স্থানে রয়েছে এই ধারাবাহিক।

ধারাবাহিক যারা নিয়মিত দেখে তারা জানে দীপার বোন উর্মি ভালবাসে নিজের জামাইবাবু সূর্যকে। দুজনের বিয়ের পর থেকেই শয়তানি করে চলেছে সে জামাইবাবুকে পাওয়ার জন্য। বড়লোক বাড়িতে আসার জন্য মিথ্যে ভালোবাসার নাটক করে বিয়ে করেছে সে সূর্যের ভাইকে।

এবার ভাইরাল হলো এই ধারাবাহিকের নতুন এপিসোড। একটু দর্শকদের মধ্যে বিপুল উত্তেজনা সৃষ্টি করেছে। দেখানো হয়েছে বিয়ের পর উর্মি শ্বশুরবাড়িতে আসতেই বিপদ ঘটলো। হিন্দু রীতি অনুযায়ী নতুন বউ গৃহে প্রবেশের পর দুধ উথলানো দেখতে হয়। গরম দুধ কেটে গেলে সেটাকে অশুভ বলে মনে করা হয়। কিন্তু দুধ কেটে যাওয়ায় বাড়ির সকলে চিন্তায় পড়ল। সূর্যের মা খুব বেশি চিন্তিত হয়ে পড়ে। উর্মির কুমতলব কি তাহলে ফাঁস হয়ে যাবে?

Piya Chanda

                 

You cannot copy content of this page