Connect with us

    Bangla Serial

    রুদ্রমূর্তি দীপার! সোনার ক্ষতি করার আগেই মিশকার মুখোশ সূর্য ও সোনার সামনে খুলে দিল! খেল খতম শয়তান মিশকার

    Published

    on

    একটি ধারাবাহিকের নায়ক-নায়িকা যেমন থাকবে। তেমন‌ই  পাশাপাশি থাকবে খলনায়ক এবং খলনায়িকা। বলা যায় এমনটাই দস্তুর। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে অন্যতম সেরা খলনায়িকা মিশকা। অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকের এই খলনায়িকায় মজে এখন বাংলা টেলিভিশন দুনিয়া।

    এই ধারাবাহিকে দীর্ঘদিন ধরে একঘেয়ে গল্প দেখানো হলেও টিআরপি তালিকায় কিন্তু দাপট দেখাচ্ছে সেই অনুরাগের ছোঁয়াই। এই ধারাবাহিকটি দর্শকদের অত্যন্ত পছন্দের ধারাবাহিকে পরিণত হওয়ার পিছনে বেশ অনেকগুলি কারণই রয়েছে। ‌ এই যেমন দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছেন কোন না কোন একদিন সূর্য এবং দীপার মধ্যে মিলন অবশ্যই হবে।

    কবে সূর্য দীপার মধ্যে মিলন হবে?

    যদিও এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এবং মিলন হওয়ার কোন‌ও সম্ভাবনাও দেখা যাচ্ছে না আসলে মাঝেমধ্যেই তাদের মিলন হওয়ার মুহূর্ত তৈরি হলেও ভিলেন মিশকা তা খারাপ করে দিতে বেশি সময় নেয় না। আসলে মিশকা সূর্যকে ভালবাসত কিন্তু দীপার সঙ্গে সূর্যর বিয়ে হয়ে যাবার ফলে মিশকার স্বপ্ন পূরণ হয়নি। আর তাই ক্রমাগত সে দীপা এবং সূর্য-দীপার দুই মেয়ে সোনা-রূপার উপর নিজের প্রতিহিংসার চরিতার্থ করার চেষ্টা করে চলে।

    কেন দীপাকে অবিশ্বাস করে সূর্য?

    অন্যদিকে আবার সূর্যর বেস্ট ফ্রেন্ড মিশকা।সূর্য দীপাকে ভালোবাসলেও তাকে ক্রমাগত ভুল বোঝার পিছনে যে মানুষটার হাত রয়েছে সেটা হলো মিশকা। আসলে এই ধারাবাহিকের ভিলেন মিশকা একটি জাল  রিপোর্ট বানিয়ে সূর্যকে বলেছিল যে তার মধ্যে বাবা হওয়ার কোনও ক্ষমতা নেই। সূর্য কোনদিনই বাবা হতে পারবেনা। আর সেই কারণেই সূর্যর ধারনা হয় রূপা যদি দীপার সন্তান হয় তাহলে রূপার বাবা নয়। কারণ তার বাবা হওয়ার ক্ষমতাই যে নেই তার। তাহলে অন্য কোনও পর পুরুষের সঙ্গে দীপার সম্পর্কজনিত কারণেই রূপার জন্ম।‌ আর সেই থেকেই দীপাকে অবিশ্বাস, ঘেন্না করতে শুরু করে সূর্য।

    আরও পড়ুন: মেঘ নীলকে ভালোবাসে না! মেঘকে ঘাড়ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করল নীল, হাসছে ময়ূরী! টিভির আগেই পর্ব ফাঁস

    কিভাবে সূর্য এবং সোনার সামনে মিশকার মুখোশ খুলে দেবে দীপা?

    আর এবার সোনার ক্ষতি করতে তৎপর হয়েছে মিশকা। সোনার সঙ্গে ভালো সম্পর্কের ফাঁদ পেতেই সোনার ক্ষতি করবে সে বলে দীপাকে হুমকি দেয় মিশকা। আর যা আড়াল থেকে শুনে ভিডিও করে নেয় সূর্যর মা তথা দীপার শাশুড়ি লাবণ্য সেনগুপ্ত। সেই ভিডিওটা সে তুলে দেয় দীপার হাতে। আর সেই ভিডিওটাই রুদ্রমূর্তি ধারণ করে সূর্য এবং সোনার সামনে চালিয়ে মিশকার মুখোশ খুলে দেয় দীপা। কী হবে এবার?

     

    View this post on Instagram

     

    A post shared by Star Jalsha (@starjalsha)