জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এক মাসও টিকবে না থেকে এক বছরের সফল যাত্রা! টিআরপিতে ধামাকা করে ‘ফ্লপনীতা’ থেকে ‘পরিণীতা’ হ‌ওয়ার দুর্নিবার উত্থান! কটাক্ষ পেরিয়ে ভালোবাসার এক বছর, গর্বে উজ্জ্বল পারুল-রায়ান ও টিম

এক সময় যাকে নিয়ে হাসিঠাট্টা চলত, আজ তাকেই ঘিরে দর্শকের ভালোবাসার ঢল। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র যাত্রা শুরু হয়েছিল ২০২৪ সালের ১১ নভেম্বর। তখন খুব কম মানুষই বিশ্বাস করেছিলেন যে এই সিরিয়াল এক বছর পূর্তি পর্যন্ত পৌঁছবে। কিন্তু সমস্ত কটাক্ষ, সমালোচনা আর সংশয়ের দেয়াল ভেঙে এক বছরের মাথায় ‘পরিণীতা’ এখন টিআরপি তালিকার প্রথম সারিতে।

এই ধারাবাহিকের মুখ্য অভিনেতা উদয়প্রতাপ সিং, যিনি রায়ানের চরিত্রে অভিনয় করছেন, শুরুতে সবচেয়ে বেশি ট্রোলের শিকার হয়েছিলেন। অনেকেই তাঁকে নিয়ে বলেছিলেন, “ও তো হিরোর ভাই করে, ও কীভাবে হিরো হবে?” আবার নায়িকা ঈশানীকেও নিয়ে কম সমালোচনা হয়নি— “ও তো নতুন, কথাবার্তাতেই গণ্ডগোল!” এমন কটাক্ষে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। কেউ কেউ তো সিরিয়ালের নামই বদলে দিয়েছিলেন— ‘ফ্লপনীতা’।

কিন্তু সময়ই যে সবথেকে বড় উত্তর, তা প্রমাণ করেছে ‘পরিণীতা’। এক বছর পেরিয়ে এখন এই ধারাবাহিক দর্শকদের প্রিয় তালিকায় প্রথম তিনে জায়গা করে নিয়েছে। প্রতিটি এপিসোডে গল্পের বাঁক, আবেগের গভীরতা আর রায়ান-পরুলের রসায়ন দর্শকদের বেঁধে রেখেছে পর্দার সামনে।

এক বছর পূর্তিতে গর্বিত অভিনেতা সুব্রত গুহরায় (রায়ানের জেঠুর চরিত্রে) স্মৃতিচারণা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মানুষ তখন বলেছিল— কে হিরো, উদয়? আর আজ এই ধারাবাহিক আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। এত ভালোবাসা পেয়েছি যে বুকটা আলো হয়ে আছে।”

এক সময়ের ‘ফ্লপনীতা’ আজ দর্শকের ‘পরিণীতা’। সমালোচনার ভেতর দিয়েই জন্ম নিয়েছে সাফল্যের এই গল্প। উদয়, ঈশানী ও গোটা টিমের জন্য এ শুধু সিরিয়ালের জয় নয়, বিশ্বাসের জয়— যে বিশ্বাস বলে, কনটেন্টই আসল রাজা।

Piya Chanda