জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমার মনে হচ্ছে দু’জনে বাচ্চা হয়ে গেছি, আমাদের চুলের দৈর্ঘ্যও এখন সমান সমান!”— কলকাতা চলচ্চিত্র উৎসবে দেবলীনার প্রশংসায় ভাসলেন সৌম্য! বন্ধুর কথায় লজ্জায় রাঙা দেবলীনা, বাড়ছে প্রেমের গুঞ্জন!

একসময় টলিপাড়ার অন্যতম আদর্শ জুটি ছিলেন ‘দেবলীনা দত্ত’ (Debolina Dutta) এবং তথাগত মুখোপাধ্যায়। তাঁদের প্রেম, বিয়ে এবং একসঙ্গে কাজের গল্প বহু ভক্তের কাছে ছিল এক অনুপ্রেরণার মতো। তাই যখন আচমকা তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত জানান, তখন স্বাভাবিকভাবেই অবাক হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। এত সুন্দর সম্পর্কের এমন পরিণতি নিয়ে প্রশ্ন আজও রয়ে গেছে অনেকের মনে। তবে, আইনি বিচ্ছেদের না হলেও বর্তমানে তাঁরা দু’জনেই নিজের মতো করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।

তথাগত তাঁর নতুন প্রেমিকা আলোকবর্ষা বসুর সঙ্গে থাকছেন, আর দেবলীনা নিজের প্রশান্তির জায়গায় খুঁজে নিচ্ছেন নতুন করে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, দেবলীনার সঙ্গে নাকি অভিনেতা তথা বন্ধু সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জন চলছে। যদিও দু’জনেই এই সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলে দাবি করেন, কিন্তু একসঙ্গে তাঁদের দেখলে সেটা বন্ধুত্বের চেয়ে অনেক বেশি বলেই মনে হয়।

debolina dutta starts new love life

একাধিক অনুষ্ঠান, প্রিমিয়ার, কিংবা সামাজিক মাধ্যমে তাঁদের এখন একসঙ্গে দেখা যায় প্রায়ই। বিশেষ করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের সাম্প্রতিক উপস্থিতি যেন আরও বেশি করে সেই জল্পনাকে উস্কে দিয়েছে। সেই অনুষ্ঠানে সৌম্য ও দেবলীনা একসঙ্গে উপস্থিত হন ছবির প্রদর্শনী দেখতে। দেখা যায়, ছবির জন্য লাইন দেওয়াতে, দেবলীনা সৌম্যর জন্য পান কিনে আনছেন। আর সৌম্য মজা করে বলছেন, “এটা ঘুষ!”— তাঁদের সেই স্বাভাবিক খুনসুটি দেখে উপস্থিত সকলের মুখে হাসি ফুটেছিল।

দেবলীনাও সেদিন ছিলেন একদম নিজের মতো— পরনে অফ হোয়াইট শাড়ি, যার বিস্কুট রঙের পাড়ে লেখা ছিল, ‘নারীর কোনও দেশ নেই।’ ছোট করে কাটা চুলে ছিল একরাশ স্বাচ্ছন্দ্যের ছোঁয়া। সেদিন সৌম্য দেবলীনাকে দেখেই প্রশংসা না করে পারেননি। তিনি বলেন, “আবার মনে হচ্ছে দু’জনে বাচ্চা হয়ে গেছি, আমাদের চুলের দৈর্ঘ্যও এখন সমান সমান!” সৌম্যের এমন মন্তব্যে দেবলীনার মুখে ফুটে ওঠে সহজ হাসি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবলীনা জানান, ছোটবেলা থেকে লম্বা চুল ছিল তাঁর খুব প্রিয়।

তাই কেটে ফেলতে কষ্ট হয়েছে বটে। কিন্তু চুল পড়ার সমস্যায় ভুগতে ভুগতেই অবশেষে সেই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, প্রেম নিয়ে প্রশ্ন করা হলে দেবলীনার বক্তব্য যেন আরও ইঙ্গিতপূর্ণ। অভিনেত্রী বলেন, “প্রেমে পড়তে তো আর বাধা নেই। প্রেম একটা আবেগ, যেটা পেতেই হয়।” তাঁর এই সহজ স্বীকারোক্তি শুনে অনেকেই মনে করছেন, হয়তো নতুন এক সম্পর্কের সূচনা হচ্ছে ধীরে ধীরে। যদিও তিনি এখনও কোনও সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি, তবে একথা নিশ্চিত— দেবলীনা আজও নিজের আবেগ, স্বাধীনতা ও সত্তাকে সমান ভালোবাসেন।আর সেটাই তাঁকে আজও আলাদা করে রাখে সকলের চোখে।

Piya Chanda