চার বছর কেটে গিয়েছে! পর্দায় আর দেখা মেলেনি জনপ্রিয় অভিনেত্রী ‘ইন্দ্রাণী হালদার’ (Indrani Haldar) -এর। ২০২১ সালে শেষ বার ছোট পর্দায় দর্শকদের মন জয় করেছিলেন তিনি, তার পরে কোথায় যেন হারিয়ে যান সবার প্রিয় ‘শ্রীময়ী’ (Sreemoyee)। কয়েক দিন আগে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর একটি মাচা শোর ভিডিও। সেখানে তাঁকে দেখে কেউ বললেন ওজন বেড়েছে, কেউ বললেন আগের ইন্দ্রাণী আর নেই। কিন্তু এই দীর্ঘ বিরতির আসল কারণ কী?
সরাসরি সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে ইন্দ্রাণী স্পষ্ট জানালেন, কাজের অভাব নয়, চরিত্রের মানই তাঁকে দূরে রেখেছে। “অনেক কাজের প্রস্তাব এসেছে। কিন্তু বেশিরভাগই ‘শ্রীময়ী’ ধাঁচের,” বললেন অভিনেত্রী। তাঁর দাবি, নিজেকে ছাপিয়ে যাওয়ার মতো চরিত্র না পেলে আর পর্দায় ফিরতে চান না। গা-বাঁচানো চরিত্রে অভিনয় নয়, বরং অপেক্ষা—ঠিক সময়, ঠিক চিত্রনাট্যের।

বর্তমান টেলিভিশনের ধারা নিয়েও ক্ষোভ আছে ইন্দ্রাণীর। আগের মত টানটান গল্প আর এখন কোথায়! “আমাদের ধারাবাহিক চলেছিল আড়াই বছর। আর এখন তো কয়েক মাসেই শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকগুলো,” বললেন অভিনেত্রী। স্ক্রিপ্টে গভীরতা নেই বলেই হয়তো তিনি একঘেয়ে হয়ে উঠেছেন এই মাধ্যম থেকে, তবে অভিনয় একেবারেই ত্যাগ করেননি তিনি।
বরং ভাল গল্পে ফিরতে সব সময় প্রস্তুত। তাঁর কথায়, “অনেক বছর কাজ করেছি। যদি তেমন কিছু পাই, করব। না হলে ঘুরে বেড়াব। কাজ না পেলে লন্ডন, প্যারিস যেতেই পারি।” এই কথার মধ্যেই যেন ফুটে উঠল ইন্দ্রাণীর স্বাধীনচেতা আর নিজস্ব শর্তে বাঁচার নির্ভীকতা। তিনি বর্তমানে সংসারেই মন দিয়েছে। যদিও সন্তান না থাকার আক্ষেপ, বারবার অভিনেত্রীর কথায় স্পষ্ট হয়েছে।
আরও পড়ুনঃ একরত্তির ছ’মাসে পা! ছেলেকে ঘিরে সাজো সাজো রব রূপসা-সায়নদীপের ঘরে! অন্নপ্রাশনে ‘শ্রী কৃষ্ণ’ সাজে ধরা দিল অগ্নিদেব! থালার জিনিস কী ইঙ্গিত করল অগ্নিদেবের ভবিষ্যৎ নিয়ে?
এই সময় যখন পরপর তারকারা ধারাবাহিকের সংখ্যা বাড়িয়ে চলেছেন, তখন ইন্দ্রাণী যেন সেই বিরল মুখ। যিনি স্রোতের বিরুদ্ধে হেঁটে গিয়েও নিজের জায়গা ধরে রাখার সাহস রাখেন। দর্শকও অপেক্ষায়, কবে ফিরবেন তাঁদের প্রিয় ‘শ্রীময়ী’, এক নতুন অবতারে? আশা রাখাই যায় অভিনেত্রী খুব তাড়াতাড়ি পর্দায় ফিরবেন! আপনারাও কি চান ইন্দ্রাণীকে আবার নতুন রূপে পর্দায় দেখতে?