বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য মহালয়া মানেই বিশেষ এক আবেগের দিন। ভোরবেলায় টিভি পর্দায় চোখ রেখে দেবী দুর্গার আবাহনে মেতে ওঠে বাঙালি পরিবার। আর সেই আবহেই প্রতিবছর কিছু নতুন মুখ উঠে আসে মহিষাসুরমর্দিনীর রূপে। নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে যাঁরা ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে উঠছেন, তাঁদের মধ্যেই একজন হলেন মোহনা মাইতি। তবে এই বছর মহালয়ার ভোরে টেলিভিশনের পর্দায় দেবীর বেশে যাঁকে দেখা যাবে, তাঁর নাম শুনলে চমকে উঠবেন টেলিপ্রেমীরা।
ছোটপর্দার দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। ‘গৌরী এলো’ ধারাবাহিকে তাঁর অভিনয় এখনও অনেকের স্মৃতিতে টাটকা। সেই ধারাবাহিক থেকেই অভিনয় জীবনের সূচনা মোহনার। এরপর একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নিজের প্রতিভার ছাপ রেখেছেন তিনি। কখনও গৃহবধূ, কখনও সিঙ্গল মাদার— নানা চরিত্রে ধরা দিয়েছেন মোহনা। তবে এবার আর ধারাবাহিক নয়, তাঁকে দেখা যাবে ভিন্ন এক অবতারে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেন মোহনা, যেখানে তিনি জানিয়েছেন একটি গুরুত্বপূর্ণ খবর। ২০২৫ সালের মহালয়ায় ‘ত্রিভঙ্গম’ প্রজেক্টের পক্ষ থেকে তাঁকে দেখা যাবে দেবী মহিষাসুরমর্দিনীর ভূমিকায়। অর্থাৎ এই বছর দেবী দুর্গার অবতার রূপে টেলিভিশনের পর্দায় আবির্ভূত হবেন মোহনা মাইতি। যদিও দেবীর বেশে তাঁর পূর্ণ রূপ এখনও প্রকাশ্যে আসেনি, তবে সোশ্যাল মিডিয়ার ঘোষণা ঘিরেই ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে অনুরাগীদের মধ্যে।
এর আগেও বহুবার জনপ্রিয় অভিনেত্রীরা মহালয়ার বিশেষ অনুষ্ঠানে দেবীর রূপে সেজেছেন। তবে এই বছর মোহনার এই নতুন ভূমিকাকে ঘিরে আগ্রহ দ্বিগুণ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, “গৌরী এবার দুর্গা! এটা দেখতে আর অপেক্ষা করতে পারছি না।” মোহনার অনুগামীদের মতে, তাঁর চোখের অভিব্যক্তি এবং শান্ত মুখের দীপ্তিই তাঁকে মহালয়ার জন্য একেবারে পারফেক্ট করে তুলেছে।
আরও পড়ুনঃ “ভাল গল্প না পেলে ঘুরে বেড়াব”— পর্দা থেকে দূরে মাচা শো নিয়ে ব্যস্ত ইন্দ্রাণী! ‘শ্রীময়ী’কে টপকে যেতে হবে, তাই কাজে ফিরছেন না পর্দায়! চার বছর পর্দার বাইরে, ফেরার জন্য কী শর্ত অভিনেত্রীর?
বর্তমানে মোহনা অভিনয় করছেন ‘তুই আমার হিরো’ নামক ধারাবাহিকে, যেখানে তিনি রুবেলের বিপরীতে অভিনয় করছেন। কাজের ব্যস্ততার মধ্যেও মহালয়ার প্রস্তুতি নিয়ে উত্তেজিত মোহনা। এবার দেখার পালা, ছোটপর্দার গৌরী কীভাবে মায়েরূপে দর্শকদের মন জয় করেন। মহালয়ার সকাল যে মোহনাময় হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।