জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এ কী!সামনের শনিবার শেষ সম্প্রচার অনুরাগের ছোঁয়ার! স্টার জলসায় কোন নতুন সিরিয়াল আসছে আবার?

রবিবার স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবার এক হবে তারকারা। বসবে চাঁদের হাট। কিন্তু জি বাংলা আবার দর্শক নিয়ে নিতেই ছয়টা সিরিয়ালের স্পেশাল প্রোমো সামনে নিয়ে এলো যেগুলো রবিবার দেখানো হবে।

গোধূলি আলাপ, গাঁটছড়া, অনুরাগ এর ছোঁয়া,গুড্ডি সহ একাধিক সিরিয়াল বেশ জনপ্রিয় স্টার জলসায়। এদের মধ্যে গোধূলি আলাপ খুব ধীরে ধীরে জনপ্রিয়তা পেলেও অনুরাগের ছোঁয়া সহজেই উঠে আসে আলোচনায়।

সূর্য সেন গুপ্ত হিসেবে দিব্য জ্যোতি এবং তাঁর মায়ের চরিত্রে রয়েছেন রূপাঞ্জনা মিত্রর অভিনয় মুগ্ধ করেছে মানুষকে। তবে তাঁর কাছে গুণের চেয়ে রূপ গুরুত্ব রাখে বেশি। বড় ছেলের বউ হিসেবে রূপবতী উর্মিকেই তিনি ছোট ছেলে জয়ের বউ হিসেবে আনতে চেয়েছিলেন। উর্মি আবার এদিকে মনে মনে ভালবাসে সূর্যকে।

এসভিএফ প্রোডাকশনের তৈরি এই সিরিয়ালটি এতটাই ভাল লাগছে যে সাধারণ মানুষ বলছে সপ্তাহে 5 দিন নয়, সপ্তাহে 7 দিনই চললে ভালো হয়। টিআরপিও ভালই। কিন্তু এর মধ্যেই এলো এক খারাপ খবর। শনিবার নাকি শেষ হয়ে যাচ্ছে অনুরাগের ছোঁয়া।

SERIAL LIST

 

যে সিরিয়ালটা মাত্র দু’মাস আগে শুরু হলো সেটা এত তাড়াতাড়ি কেনো বন্ধ করা হচ্ছে সেটা জানা যায়নি। উইকিপিডিয়াতে দেখাচ্ছে যে অনুরাগের ছোঁয়া ডান দিকে লেখা রয়েছে শুরু হয়েছে 7 ই ফেব্রুয়ারি এবং শেষ হবে 30শে এপ্রিল। যতদূর মনে করা হচ্ছে যে এটি সম্ভবত কোনো টেকনিক্যাল সমস্যা।

Piya Chanda

                 

You cannot copy content of this page