Connect with us

Bangla Serial

উকিল দিদির বদমাইশিতে গ্রেফতার হলো নোলক! আইনজীবী স্বামী অরিন্দম কি পারবে ছাড়াতে? ভাইরাল প্রোমো

Published

on

Godhuli Alap Nolok Arindam

দর্শকদের মন জয় করতে বাংলা চ্যানেলগুলোতে একের পর এক ধারাবাহিক এসে যাচ্ছে। এর মধ্যে খুব কম সময়েই দর্শকদের মন কেড়ে নিয়েছে ধারাবাহিক গোধূলি আলাপ।

এই সিরিয়ালের যখন প্রথম প্রোমো এসেছিল তখন দর্শকরা এই সিরিয়ালের বিষয়বস্তুকে একদম ভালোভাবে গ্রহণ করেনি। মাঝবয়সী অ্যাডভোকেট অরিন্দম রায়ের সঙ্গে অল্প বয়সের নোলকের কাহিনী দেখানো হচ্ছে।

ভাগ্যের ফেরে বিয়ে হয় দুজনের। তারপরে কীভাবে নোলকের সঙ্গে অরিন্দম সুখী সংসার জীবন কাটাবে সেটাই দেখানো হচ্ছে। কৌশিক সেন এবং সোমু সরকারের রসায়ন ভালো লেগেছে দর্শকদের। সম্প্রতি পয়লা বৈশাখ উপলক্ষ্যে স্পেশাল পর্ব হলো।

সেখানে বহুরূপী সেজে গাজনের নাচ দেখিয়ে জমিয়ে দেয় নোলক। এবার আবার এলো এক নতুন পর্বের প্রোমো। দেখা গেলো অরিন্দম রায় কোন একটি বিশেষ সাক্ষ্য প্রমাণ দিতে যাচ্ছিলেন যার জন্য তার দরকার ছিল একটি ফাইল।

সেই সময়ে নোলক তাকে সেই ফাইল দিতে আসে কিন্তু সেই ফাইল ধাক্কা লেগে নিচে পড়ে যায় এবং বেরিয়ে আসে অনেক টাকা পাশে থাকা উকিল দিদি হেসে ফেলে।

এরপর আদালত অবমাননার দায়ে নোলককে গ্রেফতার করা হয় আর অসহায় ভাবে দাঁড়িয়ে নিরুপায় হয়ে থাকে অরিন্দম। প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক সে নোলককে উদ্ধার করবে। আদৌ সেটা হবে সম্ভব? সেটাই দেখতে অপেক্ষা করুন আর একটু।