জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপি যুদ্ধের নতুন মোড়! জগদ্ধাত্রী ও পরিণীতা একসঙ্গে সিংহাসনে! ‘পরশুরাম’ কি জায়গা পেল টিআরপি তালিকায়? ‘ফুলকি’ ও ‘রাঙামতি’র স্থান কোথায়? ‘রাণী ভবানী’ কি পিছিয়ে পড়লো?

বাংলা টেলিভিশনের ধারাবাহিক মানেই শুধু গল্প নয়, আবেগ, অনুভূতি। দর্শকেরা প্রতিদিনের ক্লান্তির পর টিভির পর্দায় প্রিয় চরিত্রদের দেখা যেন আনন্দের বিষয়। সেই আবেগের বন্ধনই ধারাবাহিককে টিআরপি তালিকায় এগিয়ে দেয়। আর সেই ভালোবাসার প্রতিফলনই দেখা গেল এবারের টিআরপি রিপোর্টে, যেখানে লড়াই আরও তীব্র হয়ে উঠেছে।

প্রতিটি সপ্তাহেই চ্যানেলগুলোর মধ্যে চলে তীব্র প্রতিযোগিতা—কে জিতবে দর্শকের মন, কার গল্প জিতবে সন্ধ্যার সময়! এবারও তার ব্যতিক্রম হয়নি। জগদ্ধাত্রী ও পরিণীতা একসঙ্গে শীর্ষে উঠে প্রমাণ করল, দর্শকের কাছে এদের জনপ্রিয়তা এখনো অটুট।

৩০ অক্টোবরের টিআরপি তালিকায় দেখা গেল, শীর্ষস্থানে রয়েছে দুটি ধারাবাহিক— জগদ্ধাত্রী ও পরিণীতা, দু’জনেরই রেটিং ৬.১। এই যুগল নেতৃত্বে একদিকে যেমন দর্শকের পছন্দের বৈচিত্র্য ফুটে উঠেছে, তেমনই প্রতিযোগিতা দিন দিন আরও বাড়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার ও পরশুরাম, দু’জনের টিআরপি ৫.৯। তাদের ঠিক পরেই ফুলকি ৫.৬ পয়েন্টে নিজের জায়গা ধরে রেখেছে। দাদামণি ও রাঙামতি ৫.৫ পয়েন্টে সমানভাবে চতুর্থ স্থানে, আর রাণী ভবানী ৫.২ পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে।

আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা
১. জগদ্ধাত্রী, পরিণীতা – ৬.১ 👑
২. চিরদিনই তুমি যে আমার, পরশুরাম – ৫.৯
৩. ফুলকি – ৫.৬
৪দাদামণি, রাঙামতি – ৫.৫
৫. রাণী ভবানী – ৫.২

ট্রেন্ডিং, চিরসখা – ৪.৯, জোয়ার ভাঁটা – ৪.৮, পরিণীতার উৎসব স্পেশাল – ৬.৬

Piya Chanda