জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পর্দার রোহিনী-মন্দার কি বাস্তবেও একে অপরের প্রেমে? টেলিপাড়ায় নতুন গুঞ্জন, পৃথ্বীশ এখন অতীত! সৌমি প্রেমে জড়িয়েছেন দেবজ্যোতির সঙ্গে! কী ইঙ্গিত দিলেন দুই তারকা?

টেলিভিশনের পর্দায় তিনি হয়তো নায়িকা নন, কিন্তু পার্শ্ব চরিত্রেই দর্শকের ভালোবাসা কেড়ে নিতে কোনোদিনই পিছিয়ে ছিলেন না ‘সৌমি চক্রবর্তী’ (Soumi Chakraborty)। নিজের সহজ-সরল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতিতেই আজ তিনি টেলিপাড়ার অন্যতম পরিচিত মুখ। ‘নিম ফুলের মধু’-তে রুচিরা চরিত্রে অভিনয় করে যে জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন, তা এখনও অটুট। ধারাবাহিকের গল্পে তাঁর প্রেমজট যতই ঘুরপাক খাক, বাস্তবেও প্রেমের আভাস বরাবরই থেকেছে সৌমির জীবনে। সেটাই হয়তো তাঁর প্রতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

একসময় ইনস্টাগ্রামে তাঁর প্রেমের রিল আর ছবি ছিল ভরপুর। সঙ্গী ছিলেন ভিডিয়ো ক্রিয়েটার পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়। প্রথমে সম্পর্কটিকে বন্ধুত্ব বললেও পরে নিজেই স্বীকার করেছিলেন, পৃথ্বীশ তাঁর জীবনের বিশেষ মানুষ। তাঁরা একসঙ্গে বহু সুখস্মৃতি ভাগ করে নিয়েছিলেন, কিন্তু শেষমেশ সেই অধ্যায়টি শেষ হয়ে যায় কিছুদিন আগেই। সম্পর্কের ইতি টানলেও, সৌমির বার্তায় ছিল একধরনের পরিণত ভালোবাসার ছোঁয়া— ভালো থাকার, এগিয়ে যাওয়ার শুভকামনা।

পেশাগত দিকেও সৌমি যে নিজের জায়গা পাকাপোক্ত করছেন, তাতে কোনও সন্দেহ নেই। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে। এর আগে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’-তে রোহিনীর চরিত্রে তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। সেই ধারাবাহিকে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন দেবজ্যোতি রায় চৌধুরী, যার চরিত্রের নাম ছিল মন্দার। তাদের পর্দার রসায়ন এতটাই জমেছিল যে দর্শকদের অনেকে ভাবতে শুরু করেছেন, বাস্তবেও নাকি সেই সম্পর্ক নতুন রূপ নিচ্ছে!

গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে সৌমির এক সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট। সেখানে তিনি দেবজ্যোতির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন— “রোহিনী আর মন্দারকে কেমন লাগে আপনাদের?” সেই পোস্টের নিচে কমেন্টে দুই অভিনেতার মিষ্টি কথোপকথন দেখে নেটিজেনদের অনেকে বলছেন, হয়তো এই জুটির গল্পটা পর্দার বাইরে গিয়েও এগোচ্ছে। যদিও এই নিয়ে দু’জনের কেউই মুখ খোলেননি, তবুও তাঁদের বন্ধুত্বের রসায়ন বেশ আলোচনার জন্ম দিয়েছে।

তবে সব গুঞ্জনের বাইরে সৌমির আরেকটা দিক ভক্তরা বিশেষ ভালোবাসেন— তাঁর নাচ। যে কোনও রিল বা ভিডিও আপলোড করলেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। স্পষ্ট বোঝা যায়, তিনি শুধু অভিনেত্রী নন, একজন প্রাণবন্ত শিল্পীও। ক্যামেরার সামনে হোক বা সামাজিক মাধ্যমে, সৌমির উপস্থিতি সবসময়ই একটা ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। তাই হয়তো ব্যক্তিগত জীবনে ওঠাপড়া থাকলেও, পর্দায় তাঁর হাসিটা উজ্জ্বল থেকে। এখন সময়ই বলবে, পর্দার স্বামী-স্ত্রী কি বাস্তবেও প্রেমে জড়িয়েছেন?

Piya Chanda

                 

You cannot copy content of this page