জি বাংলার (zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jaghaddhatri)। সম্প্রতি দর্শকদের জন্য একটি নতুন চমক উপহার দিয়েছে। জগদ্ধাত্রী ধারাবাহিকটি তার চমকপ্রদ গল্প এবং শক্তিশালী চরিত্রের জন্য দর্শকদের মন জয় করেছে। দুর্গা চরিত্রটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছে। শুধু বর্তমান সময় নয় প্রথম থেকেই দর্শকে মনোরঞ্জিত করে আসছে ধারাবাহিকটি। যেখানে অঙ্কিতা মল্লিকের অভিনয় নতুন এক মাত্রা পেয়েছে।
বিশেষ করে সিরিয়ালের কাহিনী অনুযায়ী, জগদ্ধাত্রী ছিল এক অত্যন্ত সাহসী এবং ন্যায়পরায়ণ মহিলার চরিত্র, যিনি সবার মঙ্গলের জন্য প্রত্যেকটি সময় লড়াই করে গেছে। এই চরিত্রে অঙ্কিতা মল্লিকের অভিনয় প্রশংসিত হয়ে এসেছে, এবং তার বাস্তবিক অভিনয়ের জন্য তিনি দর্শকদের মন জিতে নিয়েছিলেন। তবে, সম্প্রতি ধারাবাহিকের গল্পে এক নতুন মোড় এসেছে। বর্তমানে সিরিয়ালে অঙ্কিতা মল্লিক দুটি চরিত্রে অভিনয় করছেন, যা একেবারে নতুন এক দিক দেখাচ্ছে।

জগদ্ধাত্রী ধারাবাহিকের আজকের পর্ব ৩০ শে জানুয়ারি (Jagaddhatri today episode 30th January)
‘জগদ্ধাত্রী’র সাম্প্রতিক পর্বগুলোতে কৌশিকী জগদ্ধাত্রীর মেয়ে দুর্গাকে হুবহু জগদ্ধাত্রী রূপে সাজিয়ে মুখার্জী বাড়িতে নিয়ে এসেছে। দুর্গা জগদ্ধাত্রীর মতো সেজে যেতে পারবে কিনা কৌশিকী জিজ্ঞাসা করলে দূর্গা জানিয়ে দেয় যে নিশ্চই পারবে। এরপর কৌশিকী জগদ্ধাত্রীকে বলে যে দুর্গা তার থেকেও বেশি ডেঞ্জারেস হয়েছে। জগদ্ধাত্রী ছাড়া এই অবস্থা করেছে তাদের কাউকে দুর্গা ছাড়বে না এই বলে কৌশিকী থামে। কৌশিকী জানায় দুর্গা কি মেয়ে হিসেবে মেয়ে বাড়িতে নিয়ে যাবার ইচ্ছা ছিল কিন্তু পরিস্থিতি এমন হলো যে তাকে এইভাবে নিয়ে যেতে বাধ্য হলো সে। তখনই কালবোস বলে ওঠে যে দুর্গাকে কেউ যদি চিনে ফেলে।
কালবোসকে আশ্বস্তি দিয়ে কৌশিকী জানায় দুর্গাকে কেউ চিনতে পারবে না সেই ব্যবস্থা কৌশিকী নিজে করবে। কালবৈস জানায় যে সে নিজে হাতে দুর্গাকে মানুষ করেছে বলেই চিন্তা হচ্ছে ঠিক সেই সময় দুর্গা হুবহু জ্যাস সান্যাল এর মত সেজে হাজির হয়। এরপরই দুর্গাকে নিজের হাতে জগতে সাজিয়ে দেয় কৌশিকি।
আরও পড়ুনঃ আমাকে ঠকিয়ে সুড়সুড় করে মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে নিল! জয় বিয়ে করতেই বিস্ফোরক সায়ন্তিকা
অন্যদিকে কৌশিকী দুর্গাকে নিয়ে হাজির হতেই স্বয়ম্ভু সহ সবাই প্রশ্ন করে যে জগদ্ধাত্রীর ওপর গুন্ডারা হামলা করেছিল কিনা, রান্নার সে কথা জানতে পেরে চমকে ওঠে যে জগতরে উপর কে হামলা করল। এদিকে বৈদেহী জানতে পারে জগদ্ধাত্রী উপর জারা হামলা করেছিল তারা ধরা পড়তে চলেছে, সে ভয় পেয়ে যায় এবং উৎসবকে বলে যে যদি ওই গুন্ডা টা ধরা পড়ে যায় তাহলে উৎসবকে আবার পুলিশে ধরে নিয়ে যাবে। উৎসব বৈদেহিকে বলে জে এত চিন্তা না করতে এসে কোনমতেই জগদ্ধাত্রীকে ক্ষমা করবে না তাকে শেষ করেই সে ছাড়বে। বৈদেহী জানায় যে জগদ্ধাত্রী শেষ করবে সেটা তো ভালো কথা কিন্তু আবারও জগদ্ধাত্রী বেঁচে বাড়ি ফিরে এলো। এদিকে দুর্গা, মুখার্জী বাড়ি ঢুকে একে একে পরিবারের সকলকে দেখার পর বৈদেহি ও উৎসবকে দেখে বুঝে যায় এরাই নাটের গুরু যারা তার মায়ের এমন অবস্থা করেছে।
এই নতুন মোড় দর্শকদের মধ্যে কৌতূহল বাড়াবে এবং ধারাবাহিকের প্রতি তাদের আগ্রহ আরও বাড়াবে বলে আশা করা যায়। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন অধ্যায়ের জন্য, যেখানে দুর্গার চরিত্রের বিকাশ এবং তার মায়ের সঙ্গে হওয়া অন্যায়ের কতটা বদলা নিতে পারে সেটাই দেখার অপেক্ষা।