স্টার জলসার নতুন ধারাবাহিক ‘চিরসখা’ ইতিমধ্যেই দর্শকদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ‘চিরসখা’ ধারাবাহিকটি মূলত সম্পর্কের গভীরতা, পারিবারিক মূল্যবোধ এবং নারীচরিত্রের শক্তিকে তুলে ধরবে। এটি প্রযোজনা করছে জনপ্রিয় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস, যার নেতৃত্বে আছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়।
আসন্ন প্রোমো অনুযায়ী ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়, যারা ইতিমধ্যেই বাংলা টেলিভিশনের জগতে যথেষ্ট পরিচিত মুখ। এই ধারাবাহিককে জায়গা করে দিতেই শেষ হয়ে যাচ্ছে জলসার আরো এক জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল। ইতিমধ্যেই এর শেষ দিনের শুটিং ও সারা হয়ে গেছে।
আর শোনা যাচ্ছে এই ধারাবাহিকটির মুখ্য চরিত্র হিসেবে ছোট পর্দায় ফিরতে চলেছেন শিঞ্জিনি চক্রবর্তী।
স্টার জলসার নতুন ধারাবাহিক ‘চিরসখা’তে অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন বলে। এই ধারাবাহিকটি লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ দ্বারা প্রযোজিত, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়। শিঞ্জিনী চক্রবর্তী এর আগে জি বাংলার ‘উমা’ ধারাবাহীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। স্টার জলসার ‘অষ্টমী’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
উমা ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করার পর আর অন্য কোনো ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যায়নি তাঁকে। পার্শ্বচরিত্রই করেছেন বেশিরভাগ। শিঞ্জিনী চক্রবর্তী এর আগে ‘অষ্টমী’ ধারাবাহিকে তার নেগেটিভ অবতারের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এবারও যদি চিরসখা এর মাধ্যমে তিনি নায়িকার চরিত্রে ফেরেন তবে তার চরিত্রটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে বলে আশা করা হচ্ছে। ধারাবাহিকটির প্রোমো ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, যদিও সেই প্রোমোগুলিতে শিঞ্জিনীকে দেখা যায়নি।
আরও পড়ুনঃ জ্যাস রূপে মুখার্জি বাড়িতে ঢুকলো দুর্গা! মুখোমুখি হবে স্বয়ম্ভুর! বিরাট ধামাকা আসতে চলেছে জগদ্ধাত্রীতে
‘চিরসখা’র গল্প, নির্মাণ এবং অভিনয়ের মান নিয়ে ইতিমধ্যেই উচ্চ প্রত্যাশা রয়েছে। এটি ঠিক কতটা দর্শকদের মন জয় করতে পারে, তা সময়ই বলে দেবে। ধারাবাহিকটির অন্যতম আকর্ষণ অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর প্রত্যাবর্তন হতে পারে বলে মনে করছেন সবাই। টেলিভিশনে তিনি বহুদিন ধরে অনুপস্থিত ছিলেন, আর এই নতুন ধারাবাহিকের মাধ্যমে তিনি আবারো ছোটপর্দায় ফিরছেন।