বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলোতে টিকে থাকার লড়াই আজ বেশ কঠিন। অনেক মেগাই কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। কোথাও তিন মাস, কোথাও আবার দুশো পর্ব পর করতেই থেমে গিয়েছে গল্প। এর মধ্যেই ব্যতিক্রম হয়ে উঠেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। বহুবার গুঞ্জন উঠেছিল যে এই জনপ্রিয় ধারাবাহিকও হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রত্যেকবারই নতুন মোড় এনে গল্পকে বাঁচিয়ে রেখেছে ব্লুজ প্রোডাকশন। কখনও চরিত্র বদলে, কখনও নতুন সম্পর্কের টানাপোড়েনে দর্শকের আগ্রহ ধরে রাখা হয়েছে।
সাপ্তাহিক টিআরপি তালিকায় চোখ রাখলেই বোঝা যায় যে, দর্শকদের কাছে ‘জগদ্ধাত্রী’ এখনও প্রিয়। এবার স্টুডিয়োপাড়ায় এমন এক খবর ঘোড়া ফেরা করছে, যা শুনলে হয়তো এই ধারাবাহিকের ভক্তদের ধাক্কা লাগতে পারে! ধারাবাহিকের গল্প নাকি আসতে চলেছে এমন এক মোড়, যা বদলে দিতে পারে পুরো ধারাবাহিকের আবহ। আর তাঁর ইঙ্গিত সম্প্রতি প্রকাশিত প্রোমোতেও মিলেছে। এবার নাকি পাকাপাকি ভাবে শেষ করা হচ্ছে জগদ্ধাত্রীর চরিত্র!
এতদিন প্যারালাইসিস হয়ে হুইলচেয়ার বন্দী ছিল সে, মেয়ে দুর্গার সহচর্যে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছে এখন। একসময়ের ক্রাইম ব্রাঞ্চের অফিসার কি আর চুপ করে বসে থাকতে পারে? সুস্থ হতেই তার সামনে এসে পড়েছে এক বড় রহস্য। কৌশিকী লক্ষ্য করে অফিসের ব্যাংক একাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব। কিন্তু বাড়ির কেউ সেই থাকা নেয়নি। জগদ্ধাত্রীর সন্দেহ হয় যে সমরেশের ছবির জন্যই এই টাকা তোলা হয়েছে।
সেই সঙ্গে ছবির ডিরেক্টরকে নিয়েও তাঁর মনে সন্দেহ জাগে। মায়ের এই সন্দেহ দুর করতে দুর্গা ওই ছবির হিরোইনের জন্য অডিশন দেয়, কারোর কথা অমান্য করে। সেখানে দুর্গার সামনেও অনেক গোপন তথ্য উঠে আসে। অবশেষে ছবির শুভ সূচনার দিন সবাই উপস্থিত হয় সেখানে। হঠাৎ করেই একটা শব্দে পরিবেশে একদম শান্ত হয়ে যায়। দেখা যায় বুকে গুলি খেয়ে জগধাত্রীর নিথর দেহ পড়ে আছে মাটিতে! এই নিয়েই এখন আলোচনা চলছে ভক্ত মহলে।
আরও পড়ুনঃ ‘‘মাসি ডাকত যাতে অন্তত একদিন আমরা ভাল করে খাওয়াদাওয়া করতে পারি’’ – অতীতের পুজোর স্মৃতি ভাগ করে নিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী! কঠিন লড়াই লড়ে সাফল্যের মুখে অভিনেতা
কেউ কেউ বলছেন, দ্বৈত চরিত্রে অঙ্কিতা আর অভিনয় করতে চাইছে না বলেই জগদ্ধাত্রীকে মেরে ফেলা হচ্ছে। আবার কারর মতে, বয়স্ক চরিত্র কম বয়সী অভিনেত্রীদের পছন্দ হয় না অনেক সময়। তবে সবচেয়ে গ্রহণযোগ্য কারণ হতে পারে, গল্পের স্বাভাবিক ধারা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে নির্মাতারা। যদিও সবটাই এখনও গুঞ্জন, চ্যানেল কর্তৃপক্ষ বা ধারাবাহিকের কোন কলা কৌশলী তরফ থেকে এর কোনও বিবৃতি এখনো পাওয়া যায়নি।