বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলিতে (Bengali Serial) প্রায়শই আমরা এমন কিছু গল্পের মোড় বা দৃশ্য দেখি, বাস্তবের সঙ্গে যার কোনও মিল নেই। ভবিষ্যতেও এমন কিছু হতে পারে, এই নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। এমন দৃশ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাল্পনিক হয়ে থাকে বিয়ের ঘটনা। কখনও সিঁদুর উড়ে গিয়ে নায়িকার কপালে পড়ছে, তো আবার জোর করে কিছু অপরিচিত লোক ধরে বেঁধে বিয়ে দিয়ে দিচ্ছে নায়কের সঙ্গে। তবে এবার যা দেখা গেল, হলপ করে বলতে পারি যে কল্পনাও হয়তো করেননি কখনও!
জি বাংলার ‘কুসুম’ (Kusum) এখন নতুন মোড়ে দাঁড়িয়ে। শুরুর দিকে পর্দার কুসুমকে নিয়ে যতটা কটাক্ষ হয়েছিল, তার অনেকটাই এখন মিলিয়ে গিয়েছে। বরং দর্শকরা প্রতিদিন অপেক্ষা করে থাকেন, কেমন করে সে নতুন পরীক্ষার মুখোমুখি হবে। ইন্দ্রাণীর মন জয়ের জন্য তার অবিরাম চেষ্টা দর্শকদের মুগ্ধ করেছে। যদিও প্রতিবারই সে হোঁচট খাচ্ছে, তবু হাল না ছাড়ার জেদই তাকে আলাদা করে তুলেছে। ঈশানের সঙ্গে কুসুমের বন্ধুত্বও দর্শকদের বেশ ভালো লাগছে।
ঈশানকে বাউন্ডুলে হোক না কেন, কুসুমের চোখে সে একজন ভরসার মানুষ। এতদিন যেমন তেমন চললেও, এবার গল্প মোড় ঘুরে দাঁড়াল অন্য এক জায়গায়। এর আগেই আমরা দেখেছি যে, কাকিমণির ষড়যন্ত্রে কুসুম-আয়ুষ্মান বাধ্য হয় একসাথে পুজোয় বসতে। ভাগ্য দোষ কাটানোর জন্য এই আয়োজন হলেও, এর ফলাফল হয় চূড়ান্ত! দেবী মায়ের কারণে কুসুম রাজি হয়েছিল, কিন্তু কুসুমের চেষ্টা সত্ত্বেও ইন্দ্রাণী সত্যিটা না জেনেই তার ওপর ক্ষোভে ফেঁটে পড়ে।
এরপরে আসা যাক সেই চমকে। আয়ুষ্মানদের ব্যবসার জন্য তৈরি হয় এক বিশেষ বিজ্ঞাপনী ভিডিও, যেখানে বর-কনের বেশে হাজির হয় কুসুম ও আয়ুষ্মান। প্রোমোতে বিয়ের সাজে দু’জনকে দেখে দর্শকরাও উত্তেজিত হয়ে পড়েছিলেন এক মুহূর্তের জন্য। মালাবদল, সাতপাক এমনকি সিঁদুরদান— সবকিছুই ঘটে সেই শুটিংয়ে। যদিও পুরো বিষয়টি ছিল নিছক একটি ভিডিওর অংশ, তবু কুসুমের কাছে তা ছিল অনেক বড় মুহূর্ত।
আরও পড়ুনঃ জি বাংলার দর্শকদের জন্য বড় ধাক্কা! ‘জগদ্ধাত্রী’-র গল্পে চূড়ান্ত মোড়! হুইলচেয়ার থেকে স্বাভাবিক জীবনে ফিরেও, ধারাবাহিক থেকে এবার বিদায় জগদ্ধাত্রীর! আর দেখা যাবে না অঙ্কিতার দ্বৈত চরিত্রে অভিনয়!
তার চোখে আয়ুষ্মানের পরানো সিঁদুর নিছক অভিনয়ের অংশ নয়, বরং সম্পর্কের স্বীকৃতি! শুটিং শেষ হওয়ার পর প্রোডাকশন টিম কুসুমকে বলে সিঁদুর মুছে ফেলতে, শাঁখা-পলা খুলে ফেলতে। কিন্তু কুসুম তা মানতে নারাজ। তার কাছে এই সাজ-গোজ আর ওই মুহূর্তের অনুভূতি বাস্তবের মতোই সত্যি। তবে সবকিছুর মাঝেই প্রশ্নটা এখন বড় হয়ে দাঁড়িয়েছে— আয়ুষ্মান কি কুসুমকে সত্যিই তার স্ত্রী হিসেবে মেনে নেবে? ধারাবাহিকের আগামী পর্বেই মিলবে সেই উত্তর।