জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘দিতিপ্রিয়াকে নিয়েও তাই করত জিতু, সেই জন্যই বিরক্ত হতো, এখন শিরিনকে ধরেছে!’ ‘জোকার একটা, কেমন সহ-অভিনেতা যে সারাদিন নায়িকাকে…’ দিতিপ্রিয়ার পরে শিরিন, জিতুর আন্তরিক প্রশংসাতেই নাকি বিতর্কের সূত্রপাত? বলছেন নেটিজেনরা!

জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’এ নতুন অপর্ণা ‘শিরিন পাল’কে (Shirin Paul) ঘিরে বিভিন্ন রকম আলোচনা শুরু হয়েছে, সেই আবহে জিতুর (Jeetu Kamal) সাম্প্রতিক সামাজিক মাধ্যমে করা পোস্টগুলো যেন এক নতুন মোড় এনে দিয়েছে! তিন দিনের শুটিং পর শিরিনের সঙ্গে কাজ করে যে আনন্দ ও আশাবাদ তিনি অনুভব করেছেন, তা তিনি প্রকাশ করেছেন অত্যন্ত সরল এবং আন্তরিকভাবে। দর্শকরাও তাতে নানা মতামত দিয়েছেন, কিন্তু জিতুর কথায় স্পষ্ট যে নতুন সহ-অভিনেত্রীকে নিয়ে তাঁর আস্থা দৃঢ়। এই ভরসা যেন শুধু শিরিনকেই নয়, পুরো শুটিং দলের মনোভাবকেও প্রভাবিত করছে।

শিরিন পালের পথচলাও আলাদা করে উল্লেখযোগ্য। ঝাড়গ্রামে জন্ম ও বড় হওয়া এই অভিনেত্রী ছোটবেলা থেকেই মঞ্চের সঙ্গে পরিচিত। পরিবারের পরিচালিত ‘ঝাড়গ্রাম কথাকৃতি’-এর মাধ্যমে শিল্পকলার মধ্যে বেড়ে ওঠা তিনি, কলকাতায় পড়াশোনা করার সময় জাদবপুর বিশ্ববিদ্যালয়ে থিয়েটারের প্রতি মনোযোগ দেন। এই মিশ্র অভিজ্ঞতা এবং অধ্যবসায়ই প্রযোজক ও পরিচালকদের নজর কেড়েছে। নতুন সহ-অভিনেত্রী হিসেবে তাঁর স্বাভাবিকতা, নির্দেশনা ধরার ক্ষমতা এবং নিজস্ব বিবেচনার সমন্বয়ই জিতুকে অনুপ্রাণিত করেছে।

জিতু তার পোস্টগুলোতে শুধু প্রশংসাই করেননি, দর্শকদেরকেও সরাসরি কিছু চিন্তা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কারও কথায় প্রভাবিত না হয়ে নিজের চোখে দেখে মত দেওয়া উচিত। এই বার্তা নতুন শিল্পীকে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে দর্শকদেরকেও এক ধরণের অন্তর্দৃষ্টি দিয়েছে। তিনি বলেন, শুধু অভিনয় নয়, এই আন্তরিক মনোভাবটাই শিল্পী আর দর্শক উভয়ের মধ্যে এক সেতুবন্ধনের কাজ করছে। যদিও শিরিনের আগমনের পর বিতর্ক তীব্র হয়েছে, মূলত জিতুর পোস্টগুলোকে কেন্দ্র করেই।

সম্প্রতি তিনি আরও একটি পোস্ট করেন শিরিনকে নিয়ে। সেখানে তিনি লেখেন, “কী, কিছুই তো জানালেন না! কেমন লাগল শিরিন পালকে? বলেছিলাম না!” জিতুর এই পোস্টগুলো নেহাতই নবাগতা অভিনেত্রীকে উৎসাহিত করার জন্য করা। তবে কিছু দর্শক প্রশ্ন তুলেছেন, “এটা সহ-অভিনেতা নাকি জোকার? কোনও অভিনেতাকে দেখিনি সারাদিন নিজের নায়িকাকে নিয়ে পোস্ট দিতে! আগে সারাক্ষণ দিতিপ্রিয়াকে নিয়ে দিতো তাই দিতিপ্রিয়া বিরক্ত হতো, এখন এই মেয়েটাকে নিয়ে শুরু করলো!

আবার না কিছুদিন বাদে একই বিতর্কে জড়িয়ে যায়!” সবমিলিয়ে, নতুন অপর্ণা চরিত্রে শিরিন পালের আগমন শুধু চরিত্র পরিবর্তনের কৌতূহলই নয়, বরং দর্শক এবং সহশিল্পীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। জিতুর আন্তরিক প্রশংসা এবং শুভকামনায় স্পষ্ট, যে কোনও নতুন শিল্পীকে আত্মবিশ্বাসী করে তোলার জন্য সমর্থন কতটা গুরুত্বপূর্ণ। এখন দর্শকের মনোযোগ নতুন চরিত্রের অভিনয় এবং তার মাধ্যমে ধারাবাহিকটিতে যে নতুন ছন্দ তৈরি হবে, সেটার উপর।

Piya Chanda

                 

You cannot copy content of this page