জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’র (Jowar Bhanta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, পিকুকে নিয়ে ঋষির দিদি নাজেহাল। সে কিছুতেই মায়ের কথা শুনবে না আর ঋষির দিদি তার উপর জোর খাটাতে থাকে। এমন সময় জ্যোতি অর্থাৎ উজি এগিয়ে এসে পিকুর দায়িত্ব নেয়। জ্যোতি জানায় যে, পিকু তার হাতেই খেতে চেয়েছিল প্রথমে। এই কথা শুনে ঋষির দিদি কিছুটা বিরক্ত হয়।
পরে নিজের চোখেই দেখে যে, জ্যোতি কিভাবে তার ছেলেকে সামলে নিচ্ছে। এমন সময় ঋষির কাকা এসে বলেন, সেই স্পেশাল অফিসার বাড়িতে আসছেন তাই সবাইকে থাকতে বলেছেন। এই কথা শুনে জ্যোতি ঘাবড়ে যায় আর পিকুকে খাওয়ানো বন্ধ করে দেয়। জ্যোতির আচরণের এমন অস্বাভাবিকতা দেখে ঋষির দিদি আবার সন্দেহ করতে শুরু করে।

এমন সময় দাদু ভ্লগ করতে আসেন, পিকুকে ক্যামেরায় দেখানোর পাশাপাশি জ্যোতিকেও দেখাতে চান তিনি। জ্যোতি মুখ লুকিয়ে পালিয়ে গেলে ঋষির দিদির সন্দেহ আরও গাঢ় হয়। এদিকে যদি ঋষিকে স্পেশাল অফিসারের কথা বললে, সে তাড়াতাড়ি করে নিজে যায়। এই ফাঁকে জ্যোতি, দিদিকে ফোন করে মিথ্যে বলে যে ঋকির ফোন হাতে পাইনি।
যদিও সকালে সেই ঋষির ফোন হতে পেয়েছিলে। তাও ইচ্ছে করে প্যাসকোড নেয়নি, এইটা দিদিকে বলে না। উল্টে দিদিকে বলে আজকে তার কোনভাবেই সম্ভব হবে না সেটা জোগাড় করা। অন্যদিকে অফিসার এসে বাড়ির সবাইকে সাবধান করে দেয় যে, কোন ঘনিষ্ঠ ব্যক্তি অপরাধীদের বড় চক্রের সঙ্গে যুক্ত।
তারাই এবার ডিজিটাল আক্রমণ করতে পারে। উজি সবটা লুকিয়ে লুকিয়ে দেখে। পরে মেসো সুযোগ বুঝে খেয়ার ঘরে যায়, তার মুখ বন্ধ করার জন্য। সেখানে জ্যোতি খেয়ার ছদ্মবেশে শুয়েছিল। মেসোকে হাতেনাতে ধরে ফেলে সে। পরবর্তীতে জানাই পুলিশকে সবটা বলবে, যে বাড়িতে থাকে, খায় সেই বাড়ির মেয়ের এতদিন ধরে ক্ষতি করে যাচ্ছে এটা কিছুতে কোটি মেনে নেবে না।
আরও পড়ুনঃ ‘দিতিপ্রিয়াকে নিয়েও তাই করত জিতু, সেই জন্যই বিরক্ত হতো, এখন শিরিনকে ধরেছে!’ ‘জোকার একটা, কেমন সহ-অভিনেতা যে সারাদিন নায়িকাকে…’ দিতিপ্রিয়ার পরে শিরিন, জিতুর আন্তরিক প্রশংসাতেই নাকি বিতর্কের সূত্রপাত? বলছেন নেটিজেনরা!
মেসো রেগে গিয়ে জ্যোতিকেও হুমকি দেয় যে, তার সঙ্গে ঋষির বিয়ে হওয়ার পর এই বাড়িতে একের পর এক অঘটন ঘটেই চলেছে। পুলিশের সন্দেহের তালিকায় তারাই উপরের দিকে, এমন পরিস্থিতিতে পুলিশকে তাদের দিকে ঘুরিয়ে দিতে পারেন তিনিও। হুমকি দিয়ে জ্যোতির মুখ বন্ধ করার চেষ্টা করেন তিনি। অন্যদিকে বাড়ির সবাই জানতে পারে, খেয়া নিজের ঘর ছেড়ে গেস্ট রুমে থাকছে।
