জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘এটা তো প্রেম নয়, একদম বাবা-মেয়ে লাগছে!’ ‘দিতিপ্রিয়ার সময়ে তাও মানানো যেত, এখন তো পুরোই বেমানান!’ শিরিন পালের আগমনে তীব্র হল বয়সের ফারাক! জিতু-শিরিন জুটিকে নিয়ে ‘বাবা-মেয়ে’ তুলনা টানছেন নেটিজেনরা!

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’এ (Chirodini Tumi Je Amar) অপর্ণা চরিত্র বদলের পর থেকেই দর্শকদের আলোচনা যেন আরও তীব্র হয়েছে। দিতিপ্রিয়া সরে দাঁড়ানোর পর শিরিনের (Shirin Paul) যোগদান নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। শিরিনের যাত্রাপথও আলোচনায় উঠে এসেছে। ঝাড়গ্রামের মঞ্চ থেকে শুরু করে কলকাতার পড়াশোনা, তার এই অভিজ্ঞতাই তাকে আলাদা করে চিনিয়ে দিয়েছে। ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে যুক্ত থাকা শিরিনের মধ্যে একটা স্বাভাবিক স্বচ্ছতা আছে, যা প্রযোজকের নজর কেড়েছে। কিন্তু দর্শকরা সেই জায়গাটা দেখার আগেই একদম ভিন্ন দিক থেকে বিচার করতে শুরু করেছে!

এই জুটিকে পর্দায় কি মানাচ্ছে? বয়সের ব্যবধানটা কি চোখে খুব পড়ছে? এই নিয়েই সবচেয়ে বেশি তর্ক। গল্পে বয়সের ফারাক থাকা সত্ত্বেও দিতিপ্রিয়া ও জিতুকে অনেকেই স্বাভাবিক জুটি হিসেবেই মেনে নিয়েছিলেন। কিন্তু শিরিন পালকে নতুন অপর্ণা হিসেবে দেখা মাত্রই সমাজ মাধ্যমে কটাক্ষের ঝড় উঠেছে! এবার নাকি আর্য-অপর্ণার জড়াজড়ি দৃশ্যগুলোকে সত্যিই “বাবা-মেয়ে”র মতো লাগছে! এই কথাটা অনেক দর্শকই লিখছেন আর সেই মন্তব্যের ঢেউতে ধারাবাহিকটি দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে অনেকেরই!

অবশ্য শিরিনকে ঘিরে আলোচনা শুধু বয়সের মিল-অমিলেই আটকে নেই। টানা কয়েকদিন শুট করার পর জিতু যে আন্তরিক প্রশংসা করেছেন, তা পুরোনো শিল্পীকে ঘিরে সন্দেহ বা রাগ নয়, বরং নবাগতা এই অভিনেত্রীকে সমর্থনেরই ইঙ্গিত। তিনি স্পষ্ট বলেছেন যে, শিরিন নির্দেশনা বোঝে, সেটে মনোযোগী এবং কাজের প্রতি তার নিজস্ব দৃষ্টিভঙ্গিও আছে। এর মাঝেই দর্শকদের বিতর্ক আরও বাড়িয়েছে শিরিনকে নিয়ে জিতুর একাধিক পোস্ট। অনেকে বলছেন, জিতুর এই অতিরিক্ত প্রশংসা নাকি নতুন সহ-অভিনেত্রীকে ঘিরে অপ্রয়োজনীয় কোলাহল বাড়াচ্ছে।

যদিও, জিতুর সদর্থক পোস্টগুলো একদমই অন্য উদ্দেশ্যে লেখা। তবে কিছু দর্শক তা নিয়ে খোঁচা দিতে ছাড়ছেন না। কারও মতে, এত ঘনঘন সহ-অভিনেত্রীকে নিয়ে পোস্ট করার দরকার কি! আবার কেউ বলছেন, দিতিপ্রিয়াকে নিয়েও নাকি আগের দিকে এমন করতেন। তবে সব সমালোচনা পেরিয়ে জিতুর বার্তাটা একটাই যে, নিজের চোখে দেখা ভালো, কথাবার্তায় ভেসে যাওয়া নয়! তার এই অবস্থান অনেকের কাছেই যুক্তিসঙ্গত মনে হয়েছে।

অপর্ণা হিসেবে শিরিনের আগমন ধারাবাহিকটিতে নতুন ছন্দ এনেছে ঠিকই, তবে সবচেয়ে বড় আলোচ্য হয়ে উঠেছে জুটি-রসায়ন। দর্শকদের একাংশ মনে করছেন যে অসম বয়সের প্রেমের গল্পটা আরও বিকৃত হয়ে উঠেছে শিরিন আসার পর! নাকি পর্দায় বয়সের ফারাকটা আর চাপা নেই, বেশি করে চোখে পড়ছে। এই বদলের ফলে গল্প কীভাবে এগোয় তা সময় বলবে, কিন্তু এটা স্পষ্ট যে নতুন অপর্ণাকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা ধারাবাহিকটিকে আরও বেশি আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।

Piya Chanda