জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘সরস্বতী আছে, লক্ষ্মী আসছে আর কার্তিক সময় হলে ঠিকই আসবে!’ সন্তান আসার গুঞ্জন ছাড়াতেই, রুবেল-শ্বেতার স্বীকারোক্তি! জীবনের নতুন অধ্যায়ের মুহূর্তগুলো উপভোগ করছেন, সত্যিই কি কোনও সুখবর আছে? কী জানালেন দম্পতি?

টেলিপাড়ার তারকা দম্পতি ‘রুবেল দাস’ (Rubel Das) এবং ‘শ্বেতা ভট্টাচার্য’র (Sweta Bhattacharya) সম্পর্কটা অনেকটা নিঃশব্দ, আর সেই নিঃশব্দতায়ই তাদের সম্পর্কের সৌন্দর্য লুকিয়ে আছে। দীর্ঘদিনের বন্ধুত্ব, মাঝে কিছুটা দূরত্ব তারপর হঠাৎ কাছাকাছি আসা, সব মিলিয়ে তাদের যাত্রাটা সাধারণ তারকা দম্পতির মতো তাক লাগানো না হলেও অনেক বেশি প্রাঞ্জল এবং সত্যিকারের। সম্প্রতি শ্বেতা সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও শেয়ার করে তাদের দশ মাসের একসাথে থাকা অভিজ্ঞতাকে তুলে ধরেছিলেন, যা আসন্ন সন্তান নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে!

ভিডিওটিতে শ্বেতা বলেছিলেন যে, “আজ বউয়ের মতো সাজছি…১০ মাস ধরে ধারণ করছি, যদিও গর্ভে নয়, আমার মনে!” এই লাইনটি শুনেই অনেকে ভেবে নিয়েছে যেন নতুন অতিথির আগমনের ইঙ্গিত। তবে শ্বেতা নিজেই পরিস্কার করে দিয়েছিলেন যে, এটি কোনও বাস্তব সুখবর নয়। বরং তাদের দশ মাসের একসাথে থাকার অভিজ্ঞতার প্রশংসা। তিনি চান সবাই এই সম্পর্কের স্বাভাবিক সৌন্দর্য উপভোগ করুক, ভুল ধারণায় না থাকুক। তবে, এই পরিস্থিতিতে গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে, রুবেল সম্প্রতি টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে পুরস্কার পাওয়ার পর।

সেদিন সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, তাদের জীবনে নতুন কোনও সুখবর আছে কি না। রুবেল হালকা স্বরেই জবাব দেন যে ‘সরস্বতী আছে, লক্ষ্মী আসছে আর কার্তিক আসার সময় হলে ঠিকই আসবে।’ এই কথাই অনেকে শিশু সংক্রান্ত গুজব হিসেবে ধরে নেয়। বাড়তে বাড়তে এই গুজব এতটাই বৃদ্ধি পেয়েছে যে শ্বেতা এখন খুবই বিরক্ত! যেখানেই নাকি তিনি যাচ্ছেন, সবাই তাদের সন্তানসংক্রান্ত পরিকল্পনা নিয়ে প্রশ্ন করছেন। এমনকি নতুন কাজের প্রস্তাব এলেও প্রথমেই জানতে চাইছেন এই কথা!

কারণ, তারা ভাবছেন শ্বেতা হয়তো সন্তানগ্রহণের কারণে বিরতিতে আছেন। এই পরিস্থিতিতে সমাজ মাধ্যমে একটি ভিডিও বানিয়ে তিনি পরিষ্কার করেছেন নিজের অবস্থান। তিনি জানিয়েছেন, সেদিন রুবেলের কথা অর্থ ছিল যে সরস্বতী মানে কাজ আর লক্ষী মানে ধন। কার্তিক বলতে ভবিষ্যতের সম্ভাবনার কথাই বলেছেন তিনি। ভিডিওতে শ্বেতা এবং রুবেল জানিয়েছেন, তেমন কিছুই হচ্ছে না এখন। এই মুহূর্তে তারা সন্তান নিয়ে কোনও পরিকল্পনা করছেন না বরং কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান।

রুবেল জানিয়েছেন, এমন কিছু হলে শ্বেতা আগেই তাকে জানাতেন তারপর দর্শকদের। রুবেল আরও অনুরোধ করেছেন, এমন গুজব যাতে ছড়ানো বন্ধ হয়ে। কারণ, শ্বেতা এই কারণে অনেক কাজের অফার পাচ্ছেন না বরং সবাই ধরে নিচ্ছে সে বিরতিতে আছে। অন্যদিকে শ্বেতাও বলেছেন, নতুন কাউকে গর্ভে ধারণ করতে পারাটা তার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হবে। নিজের মুখেই সেটা তিনি সবাইকে জানাবে। হয়তো প্রথম দুই-তিন মাস জানাবেন না ব্যক্তিগত কারণে, কিন্তু তারপর সবটাই বলবে।

কাজেই এই মুহূর্তে তেমন কিছু হচ্ছে না, তাই এই নিয়ে বিব্রত করা বন্ধ হোক! তারই সঙ্গে যেসব দর্শকরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন, সেগুলো অগ্রিম শুভেচ্ছা ধরে নিয়ে তাদেরকেও ধন্যবাদ দেন তিনি। বর্তমানে তারা শুধু নিজেদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান। উল্লেখ্য, রুবেল এবং শ্বেতার এই সম্পর্কই অনুরাগীদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে আছে। যেখানে গুজব আর অপ্রয়োজনীয় চাপ ছাড়াই তারা নিজেদের জীবন উপভোগ করতে পারেন, তাই দম্পতির বক্তব্যে সম্মান রেখেই অনেক ভক্তরাও এই আলোচনা বন্ধ করার অনুরোধ করেছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page