জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গাড়ি উল্টে আ’গুন ধরে যায়, বাঁচাতে এগিয়ে এলো না কেউ! ভয়’ঙ্কর দুর্ঘট’নার মুখোমুখি হন ইন্ডিয়ান আইডল খ্যাত পবনদীপ রাজন!

ইন্ডিয়ান আইডল ১২–এর বিজয়ী পবনদীপ রাজন কয়েক মাস আগের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি তুলে আবার আলোচনায়। চলতি বছরের মে মাসে ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি। সম্প্রতি সেলিম–সুলেমানের পডকাস্টে এসে সেই দিনের ঘটনাগুলি প্রথমবারের মতো খোলামেলা ভাবে শেয়ার করেন পবনদীপ। তাঁর গলায় তখনও শিহরণ, কারণ সেই অভিজ্ঞতা আজও তাঁকে তাড়া করে ফেরে।

পবনদীপ জানান দুর্ঘটনার পর তাঁর গাড়িতে আগুন লেগে যায় এবং তিনি তখন গাড়ির ভেতরেই আটকে ছিলেন। তাঁর কথায়, প্রথমদিকে কেউ এগিয়ে আসে না। পথচারীরা শুধু দূর থেকে দেখতে থাকেন, কিন্তু পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল তা কেউ বুঝতে পারছিলেন না কিংবা সাহায্য করার সাহস পাচ্ছিলেন না। সেই সময় অসহায় অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর পুলিশ পৌঁছলে তাঁদের মধ্যেই একজন তাঁকে জ্বলতে থাকা গাড়ি থেকে টেনে বের করেন। জ্ঞান ফিরে তিনি দেখেন তিনি গাড়ির বাইরে পড়ে আছেন।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্পষ্ট হয়। জানা যায় তাঁর দুটো পা এবং একটি হাত ভেঙে গেছে। ব্যথায় কাবু অবস্থায় তিনি প্রথমেই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। মনে একটাই ভয় কাজ করছিল দ্রুত চিকিৎসা না পেলে অবস্থার আরও অবনতি হতে পারে। এই সময়টা ছিল অত্যন্ত মানসিক চাপের এবং শারীরিক যন্ত্রণায় ভরা।

তারপর শুরু হয় দীর্ঘ চিকিৎসা এবং একাধিক অস্ত্রোপচারের পর পুনর্বাসনের পথচলা। দিনগুলো ছিল কঠিন, তবে প্রত্যেকটি দিন তাঁকে ধীরে ধীরে সুস্থতার দিকে ফিরিয়ে আনছিল। পবনদীপ জানান, চিকিৎসকদের নির্দেশ মেনে নিয়মিত থেরাপি করাই তাঁকে আগের জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করছে। ধর্ম, পরিবার এবং ভক্তদের ভালোবাসাই তাঁকে শক্তি জুগিয়েছে।

এখন পবনদীপ অনেকটাই সুস্থ এবং নতুন করে কাজে ফিরতে প্রস্তুত। তিনি বলেন জীবনে দ্বিতীয় সুযোগ পাওয়া তাঁর কাছে আশীর্বাদের মতো। এখন তিনি শুধু সুস্থ হয়ে আবার সংগীত নিয়ে নতুনভাবে পথ চলতে চান। এই দুর্ঘটনা তাঁকে শিখিয়েছে জীবন কতটা অনিশ্চিত আর প্রতিটা মুহূর্তই কত মূল্যবান।

Piya Chanda