জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘এই পুরস্কার শিরিনের!’ দিতিপ্রিয়া বিদায় নিতেই নিজের সেরা অভিনেতার পুরস্কার সহ-অভিনেত্রীকে উৎসর্গ করলেন জিতু কমল! নবাগতা শিরিনকে সহযোদ্ধার স্বীকৃতি দিয়ে কী বললেন তিনি?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) অপর্ণা চরিত্রের বদল নিয়ে যখন নানান রকম আলোচনা থেকে সমালোচনা চলছিল সর্বত্র, জিতু কমলের (Jeetu Kamal) একটি সাধারণ মন্তব্য যেন অনেককেই চুপ করতে বাধ্য করেছিল। নতুন অপর্ণা হিসেবে শিরিন পালের (Shirin Paul) মতো অচেনা মুখের আসাটা, অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। বিতর্কের ভিড়ে জিতু তাঁর সমাজ মাধ্যমে তখন জানিয়েছিলেন, প্রথম কয়েকদিনের শুটিং অভিজ্ঞতা তাঁর কাছে যথেষ্ট ইতিবাচক।

নতুন সহ-অভিনেত্রীর সঙ্গে কাজ করে তিনি যে আশাবাদী, সেটাও উঠে এসেছিল তাঁর কথায়। প্রসঙ্গত, দিতিপ্রিয়া রায়ের পর অপর্ণা চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে জল্পনা হলেও শেষ পর্যন্ত শিরিন পালকেই বেছে নেয় প্রযোজনা সংস্থা। মঞ্চাভিনয় থেকে উঠে আসা এই অভিনেত্রীকে নিয়ে শুরুতে খুব নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেলেও, পর্দায় তাঁর উপস্থিতির পর দর্শকদের মনোভাব বদলে যায়। স্বাভাবিক অভিনয় আর সংযত অভিব্যক্তিই নাকি তাঁর বড় শক্তি, এমনটাই মনে করছেন অনেকে।

সহ-অভিনেতাদের কাছেও তিনি হয়ে উঠেছেন একজন মনোযোগী শিল্পী। কাজ বুঝে নেওয়া, নির্দেশ মেনে চলা এবং নিজের জায়গা ধরে রাখার ভারসাম্যর দিকগুলোও জিতুর কথাতেও আলাদা করে উঠে এসেছিল। উল্লেখ্য, ধারাবাহিকে অবশেষে আসতে চলেছে আর্য ও অপর্ণার বিয়ের ট্রাক আর সেই প্রোমো ইতিমধ্যেই সবাই দেখে ফেলেছেন। সেখানে আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনীকেও দেখা গেছে। সব মিলিয়ে মূল পর্ব নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

এই আবহেই সম্প্রতি অনুষ্ঠিত হল ২০২৫ সালের ‘টিভি নাইন বাংলা ঘরের বায়স্কোপ’ পুরস্কার অনুষ্ঠান। বড়পর্দা ও ছোটপর্দার বহু তারকার উপস্থিতিতে জমজমাট এই সন্ধ্যায়, বাংলা ধারাবাহিকের ‘সেরা অভিনেতা’র সম্মান জিতে নিয়েছেন দুই জনপ্রিয় মুখ। দর্শকদের ভোটে সেরা হয়েছেন জিতু কমল আর বিচারকদের পছন্দে সম্মান পেয়েছেন উদয় প্রতাপ সিং। ‘পরিণীতা’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’, জি বাংলার দুই ধারাবাহিকই বাজিমাত করেছে এদিন।

তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে মঞ্চে জিতুর বক্তব্যে। নিজের প্রাপ্ত সেরা অভিনেতার পুরস্কার তিনি উৎসর্গ করেন সহ-অভিনেত্রী শিরিন পালকে! তাঁর মতে, শিরিন নতুন হলেও যেভাবে লড়াই করছেন সেই লড়াইই তাঁর অভিনয়কে আরও শক্ত করেছে। এমনকি এই সিদ্ধান্তে তাঁর মায়ের সমর্থনের কথাও তিনি উল্লেখ করেন। বিতর্কের মাঝেই এই আন্তরিক স্বীকৃতি যেন নতুন অপর্ণার পথচলায় বাড়তি সাহস জুগিয়ে দিল আর দর্শকদের সামনে তুলে ধরল এক সহ-অভিনেতার পাশে দাঁড়ানোর সুন্দর ছবি।

Piya Chanda