টানা সাফল্যের পর এবার বলিউডে পা রাখতে চলেছেন অভিনেতা দেবদত্ত রাহা। হইচই প্ল্যাটফর্মে পরপর দুটি ভিন্ন স্বাদের সিরিজে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। প্রথমে বিজয়া সিরিজে আত্মপ্রকাশ, তারপর অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় তালমার রোমিও জুলিয়েটে রাণা চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এই ধারাবাহিক সাফল্যের পথ ধরেই এবার হিন্দি ওটিটি দুনিয়ায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দেবদত্ত।
সূত্রের খবর, সৌমিক সেনের ভাবনায় একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হয়েছে একটি নতুন ভার্টিকাল সিরিজ। এই সিরিজটির পরিচালনায় রয়েছেন সায়ন চক্রবর্তী। কম দৈর্ঘ্যের এই প্রজেক্টে দেবদত্তকে দেখা যাবে একেবারে নতুন অবতারে। গল্পের ধাঁচ অ্যাকশন কমেডি হলেও উপস্থাপনায় থাকবে আধুনিক রিল ফরম্যাটের ঝাঁঝ, যা বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়।
এই হিন্দি সিরিজে দেবদত্তর সঙ্গে জুটি বাঁধছেন টলিপাড়ার পরিচিত মুখ অনুরাধা মুখোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা অক্ষয় কাপুর। শোনা যাচ্ছে, আরও কয়েকজন বলি তারকাও এই সিরিজে নজর কাড়তে পারেন। ইতিমধ্যেই শুটিং শেষ হলেও সিরিজের নাম এখনো চূড়ান্ত হয়নি। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের শুরুতেই অর্থাৎ ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।
বর্তমানে অনুরাধা মুখোপাধ্যায়কে দর্শক দেখছেন জি বাংলার ধারাবাহিক তুই আমার হিরোতে। ছোটপর্দা ও বড়পর্দা দুই মাধ্যমেই সমান দক্ষতায় কাজ সামলাচ্ছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ডিপ ফ্রিজ, যা অর্জুন দত্তের পরিচালনায় জাতীয় পুরস্কার অর্জন করেছে। ফলে এই হিন্দি সিরিজে অনুরাধার উপস্থিতি বাড়তি আকর্ষণ তৈরি করছে।
আরও পড়ুনঃ ‘এই পুরস্কার শিরিনের!’ দিতিপ্রিয়া বিদায় নিতেই নিজের সেরা অভিনেতার পুরস্কার সহ-অভিনেত্রীকে উৎসর্গ করলেন জিতু কমল! নবাগতা শিরিনকে সহযোদ্ধার স্বীকৃতি দিয়ে কী বললেন তিনি?
অন্যদিকে দেবদত্তকে খুব শিগগিরই দেখা যাবে রাজ চক্রবর্তীর পরিচালনায় হোক কলরব ছবিতে। যাদবপুরের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে তাঁর চরিত্র রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। একেবারে ভিন্ন রকম চরিত্রে, কিছুটা অপ্রত্যাশিত রূপে ধরা দেবেন তিনি। শুটিং ইতিমধ্যেই শেষ, তাই নতুন বছরে নতুন রূপে দেবদত্ত যে দর্শকের নজর কেড়ে নেবেন তা বলাই যায়।
