জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুরুতেই ভয়াবহ বিপদ, ভবিষ্যদ্বাণী হতে চলেছে সত্যি! অশনি সংকেত না অলৌকিক ইশারা? গোরা কি পারবে রূপমঞ্জুরির প্রাণ বাঁচাতে? ‘তারে ধরি ধরি মনে করি’তে চরম মোড়!

সদ্যই জি বাংলায় শুরু হয়েছে আধ্যাত্মিক আবহে এক নতুন ভালোবাসার গল্প নিয়ে ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিক। এই গল্পের মাধ্যমেই বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় অনেকদিন পর ছোটপর্দায় ফিরলেন। অন্যদিকে, কয়েক মাস বিরতির পরে টেলি কুইন পল্লবী শর্মাও ফিরেছেন মুখ্য চরিত্রে।

পল্লবীকে নিয়ে শুরু থেকেই আশাবাদী দর্শক, তাই নতুন করে কিছু বলার নেই। কিন্তু বিশ্বরূপের ‘গোরা’ চরিত্রটি বিশেষভাবে নজর কেড়েছে এবার। প্রথমবার এমন কোনও বাংলা ধারাবাহিক হচ্ছে, যেখানে তথাকথিত নেতিবাচক চরিত্র নেই। তাই দর্শকদের আগ্রহ এবং উত্তেজনাও তুঙ্গে। এদিকে, জি বাংলা অন্যতম দীর্ঘমেয়াদী এবং জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ শেষ হয়েছে।

আর সেই জায়গায় শুরু হয়েছে এই ধারাবাহিকটি। তাই অনেকেই মনে করছেন, গল্পের ভিত যদি তেমন শক্ত না হয়, তবে কোনমতেই টিআরপির প্রতিযোগিতায়, এই প্রাইম টাইমে বেশিদিন টিকতে পারবে না ধারাবাহিকটি। কিন্তু শুরু হতে না হতেই, গল্পে এসেছে দুর্দান্ত টুইস্ট। কৃষ্ণ প্রেমে আসক্ত গোরা, চাকরি করে কলকাতায়। পরিবার ছেড়ে একাই থাকতে হয় তাকে।

সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রকাশিত প্রোমোতে দেখা গেল, রাসের ছুটি কাটিয়ে গোরা কাজে ফিরে যায় রূপমঞ্জুরির কথা না শুনে। এদিকে, সর্বত্র গোরা তিনজন অজ্ঞাত সাধকদের দেখতে পায়। অফিসে মিটিং চলাকালীন হঠাৎ গড়া লক্ষ্য করে, তার সামনে বসে ওই তিনজন সাধু বলছেন যে আবার বাড়ি ফিরে যেতে।

রূপমঞ্জুরির নাকি অনেক বড় বিপদ! ঠিক তখনই, উনুন ধরাতে গিয়ে রূপমঞ্জুরিকে একটা বিষধর সাপ কামড়ে ধরে! গোরা কিছুটা দৃশ্য চোখের সামনে দেখতে পেয়ে আঁতকে ওঠে। এবার কী হবে? গোরা-রূপমঞ্জুরির ভালোবাসার গল্পে শুরুতেই এতবড় বিপদ! কী করবে গোরা এবার? জানতে হলে চোখ রাখতেই হবে ধারাবাহিকের নতুন পর্বে, রোজ রাত ৭:৩০, জি বাংলায়।

Piya Chanda