জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ (Chirodini Tumi Je Amar) বড়সড় চমক আসতে চলেছে বলেই টেলিপাড়ায় গুঞ্জন। কাহিনির মোড়ে আর্য সিংহ রায়ের জীবনে ঘটতে চলেছে ভয়ঙ্কর দুর্ঘটনা। তবে শুধু পর্দায় নয়, ক্যামেরার বাইরে অভিনেতা ‘জীতু কামাল’ (Jeetu Kamal) ও নাকি বড় এক সিদ্ধান্তের মুখোমুখি! বুধবার ধারাবাহিকের শুটিংয়ের মাঝেই নাকি বিশেষ একটি মিটিং হয়েছে। সেখান থেকেই কানাঘুষো—এই ধারাবাহিক থেকে জীতুকে সরিয়ে দেওয়া হতে পারে!
যদিও তাঁর বিরুদ্ধে ‘দিতিপ্রিয়া’র (Ditipriya Roy) কোনও অভিযোগ প্রমাণিত হয়নি, তবুও এই খবরে জোর জল্পনা শুরু হয়েছে দর্শক মহলে। গুজবের জবাব দিতে গিয়ে জীতু কামাল স্পষ্ট জানিয়ে দেন—তিনি কখনওই নিজের ইচ্ছায় এই ধারাবাহিক ছেড়ে যাবেন না। তাঁর কথায়, প্রযোজক ও চ্যানেলের কাছে তিনি দায়বদ্ধ এবং এটিকে ছেড়ে দেওয়া তাঁর কাছে হবে চরম ‘অপেশাদারিত্ব’ -এর পরিচয়। বড় অসুস্থতা বা বিশেষ কোনও কারণ ছাড়া শুটিং বন্ধের কথা তিনি ভাবতেও পারেন না।

কোনও এনওসি দেননি বলেই জানান অভিনেতা। এখন চূড়ান্ত সিদ্ধান্ত চ্যানেল এবং প্রযোজনা সংস্থার হাতে, আর সেটি যাই হোক না কেন তিনি মেনে নেবেন বলেই আশ্বাস দিলেন। মানসিকভাবে এই পরিস্থিতি কাজের পথে কোনও প্রভাব পড়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে জীতুর জবাব ছিল দৃঢ়। তাঁর মতে, পেশা ও ব্যক্তিজীবন তিনি আলাদা করে দেখেন, তাই মানসিকভাবে প্রভাবিত হওয়ার প্রশ্নই নেই। দর্শক, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের প্রতি তাঁর দায়বদ্ধতা আছে, এবং কাজ শুরু করলে সেটি শেষ করাই তাঁর নীতি।
যদিও ভক্তরা সমাজ মাধ্যমে দাবি জানিয়েছেন—আর্য সিংহ রায়ের চরিত্রে জীতুকেই দেখতে চান তাঁরা, এই বিষয়ে অভিনেতার মন্তব্য, পৃথিবীতে কারও জন্য কিছু থেমে থাকে না, সবই সাময়িক। সম্প্রতি এক অপ্রত্যাশিত বিতর্কের মুখোমুখি হয়েছেন অভিনেতা। যদিও তিনি ব্যক্তিগত মতবিরোধ বা কথোপকথন সমাজ মাধ্যমে প্রকাশ করতে চান না, তবে নাম না নিয়ে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরে নিজের সম্মান রক্ষার্থে বক্তব্য রাখতে বাধ্য হয়েছেন। জীতুর দাবি, দিতিপ্রিয়া রায় অন্যের প্ররোচনায় এমন পদক্ষেপ নিয়েছেন।
আরও পড়ুনঃ টেলিপর্দায় আসছে ভক্তি, প্রেম আর সংঘর্ষের কাহিনি নিয়ে নতুন ধারাবাহিক! ফিরছেন জনপ্রিয় নায়ক-নায়িকা
কম বয়সে এই ধরনের সিদ্ধান্তের প্রভাব হয়তো তিনি বুঝতে পারেননি। তবে জীতু ব্যক্তিগতভাবে তাঁর প্রতি কোনও ক্ষোভ পোষণ করেন না এবং তাঁকে একজন প্রতিভাবান অভিনেত্রী হিসেবেই সম্মান করেন। সবশেষে, জীবন নিয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়ে জীতু বলেন, নানা ঝড়ঝাপটা পেরিয়েও তিনি সবসময় পজিটিভ থাকতে শিখেছেন। প্রাক্তনদের প্রতিও একই সম্মান আজও বজায় রেখেছেন। জীবনে অসততা বা নারী সংক্রান্ত কোনও খারাপ কাজে জড়াবেন না, এই প্রতিশ্রুতি দিয়েই এগিয়ে চলেন তিনি।