জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টেলিপর্দায় আসছে ভক্তি, প্রেম আর সংঘর্ষের কাহিনি নিয়ে নতুন ধারাবাহিক! ফিরছেন জনপ্রিয় নায়ক-নায়িকা

পুজোর আগে বাংলার টেলিভিশন পর্দায় যেন উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। একের পর এক নতুন ধারাবাহিকের খবরে দর্শকমহলে বাড়ছে উত্তেজনা। পুরনো মুখদের নতুন গল্পে দেখতে মুখিয়ে রয়েছেন অনেকেই। এবারে এমনই এক নতুন রসায়ন নিয়ে আসছে একটি অনন্য প্রেমের কাহিনি—যেখানে কীর্তন, ভক্তি এবং ভালোবাসার জগৎ মিলেমিশে একাকার। আর সেই নতুন ধারাবাহিকেই ফিরছেন বহু চর্চিত এক জনপ্রিয় নায়িকা।

সম্প্রতি জানা গিয়েছে, ‘ফেরারি মন’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করা সুদীপ্তা রায় আসছেন এক একেবারে ভিন্ন স্বাদের চরিত্রে। বাংলা টকিস প্রোডাকশনের নতুন ধারাবাহিক ‘বৃন্দাবন বিলাসিনী’-তে তিনি অভিনয় করছেন এক গরিব ঘরের কীর্তনীয়া মেয়ের ভূমিকায়। চরিত্রের নাম ‘বিনু’, যিনি কৃষ্ণভক্ত এবং অত্যন্ত আবেগপ্রবণ। বিনুর জীবন, তার বিশ্বাস এবং সংগীতকে ঘিরে আবর্তিত হবে এই গল্প। কিন্তু কেবল বিনুর দিকেই নয়, গল্পে আছে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্র—ক্রিস।

এই ধারাবাহিকের নায়ক হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ রাহুল গাঙ্গুলি। তাঁকে শেষবার ‘কম্পাস’ ধারাবাহিকে নায়কের চরিত্রে ভাবা হলেও শেষপর্যন্ত তিনি সেই প্রজেক্টে থাকেননি। এবার সেই বিরতির পর ‘বৃন্দাবন বিলাসিনী’-র মাধ্যমে টেলিভিশনে ফিরছেন তিনি। গল্প অনুযায়ী, রাহুল অভিনীত ‘ক্রিস’ একটি ধনী পরিবারের ছেলে, যাদের পরিবারে মা কালীর পূজা হয়। অন্যদিকে, বিনু একজন কৃষ্ণভক্ত। তাদের ধর্মবিশ্বাস, আর্থিক প্রেক্ষাপট, এবং সামাজিক অবস্থান—সবই ভিন্ন। কিন্তু এই পার্থক্যই গল্পে নিয়ে আসবে টানটান উত্তেজনা।

ধারাবাহিকের গল্প প্রসঙ্গে সুদীপ্তা জানিয়েছেন, “এটি কেবল প্রেমের কাহিনি নয়। এটি ভক্তির, বিশ্বাসের এবং মানসিক দ্বন্দ্বের গল্পও। বিনু ও ক্রিসের প্রথম সাক্ষাৎ কেমন হবে, কিভাবে প্রেম গড়ে উঠবে, এবং সমাজ কিংবা পারিবারিক বাধা কিভাবে তাদের প্রেমের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, সেই সব কিছু নিয়েই সাজানো হয়েছে ‘বৃন্দাবন বিলাসিনী’র প্লট।”

এই নতুন ধারাবাহিকটি সম্প্রচারিত হতে চলেছে সান বাংলাতে। পুজোর আগেই টেলিপর্দায় আসতে চলেছে এই রোম্যান্টিক-ড্রামাটিক জার্নি। সুদীপ্তা-রাহুল জুটিকে নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে শুরু হয়েছে জল্পনা। কীর্তনের সুর, ধর্মীয় আবেগ, প্রেমের টানাপড়েন—সব মিলিয়ে এই ধারাবাহিক বাংলা টেলিপর্দায় যে একটা ভিন্ন স্বাদ আনতে চলেছে, তা বলাই যায়। এখন দেখার, এই নতুন জুটি দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে।

Piya Chanda