জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এবারের মহালয়ায় জি বাংলার একাধিক চমক! শুভশ্রী-কে ছাপিয়ে জি-এর সেরা দুর্গা হবেন ইধিকা! রণজয় হচ্ছেন মহাদেব, রুবেল থাকছেন প্রথমবার ‘মহিষাসুর’ রূপে!

এবারে জি বাংলার মহালয়া (Zee Bangla Mahalaya 2025) ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দ্রুত। কারণ, এই প্রথমবার দুর্গা রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী ‘ইধিকা পাল’কে (Idhika Pal)। অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল, মহালয়ার মুখ্য দেবীর চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে। অবশেষে সেই জল্পনায় ইতি টেনে চ্যানেল কর্তৃপক্ষ ইধিকার নাম চূড়ান্ত করেছে। শোনা যাচ্ছে, ইধিকা প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই সম্মতি জানিয়েছিলেন এবং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মহালয়ার শুটিং। এবার তাঁর হাতে এক বড় দায়িত্ব— টেলিভিশনে সবচেয়ে পবিত্র চরিত্রে নিজেকে প্রমাণ করা।

তবে এবারের মহালয়া কেবল দুর্গা রূপেই চমক থেমে থাকছে না। দেবীর অন্যান্য রূপেও থাকছেন জি বাংলার পরিচিত এবং জনপ্রিয় মুখেরা। অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায় ও দিব্যাণী মণ্ডলের মতো নায়িকারা দেবীর বিভিন্ন শক্তির মূর্ত রূপে ধরা দেবেন পর্দায়। ভক্তিভাবনার সঙ্গে জনপ্রিয়তা— এই দুইয়ের মেলবন্ধনেই এবারের প্রযোজনা সাজাতে চাইছে চ্যানেল। তবে মহাদেব হচ্ছেন কে? কেই বা হচ্ছেন মহিষাসুর?

সূত্রের খবর, ইধিকার বিপরীতে ‘মহাদেব’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ‘রণজয় বিষ্ণু’কে। ছোটপর্দার পরিচিত মুখ রণজয়ের জন্য এই চরিত্র নতুন নয়, তবে ইধিকার বিপরীতে নতুন অভিজ্ঞতাই বটে। অন্যদিকে, এই মহালয়ায় আরও বড় চমক দিতে চলেছেন ‘রুবেল দাস’! তাঁকে এবার দেখা যাবে ‘মহিষাসুর’ চরিত্রে। বর্তমানে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুবেল। এবার হিরো থেকে বেরিয়ে একেবারে ভিলেন রূপে ধরা দিতে চলেছেন তিনি!

উল্লেখ্য, রুবেলের কেরিয়ার শুরু হয়েছিল ডান্স বাংলা ডান্স-এর মঞ্চ থেকে। তারপর একের পর এক ধারাবাহিক তাঁকে এনে দেয় জনপ্রিয়তা। বিশেষ করে ‘নিম ফুলের মধু’-তে তাঁর অভিনয় ছিল যথেষ্ট প্রশংসিত। সেই ধারাবাহিক শেষ হওয়ার আগেই তিনি নতুন চরিত্রে চলে এসেছেন। এবারে ‘মহিষাসুর’ রূপে তাঁর উপস্থিতি কতটা নজর কাড়ে, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এই রূপে আগে কখনও দেখা যায়নি রুবেলকে, তাই তাঁকে ঘিরে কৌতূহল তুঙ্গে।

অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দুর্গা রূপে ফেরা নিয়েও কিছুদিন আগেও আলোচনা ছিল। ২০২৪ সালের মহালয়ায় তাঁকে শেষবার দুর্গা রূপে দেখা গিয়েছিল, এবং দর্শক সেই রূপকে এখনও ভুলতে পারেননি। তবে এবারে ছবির শুটিং ও ওটিটি প্রজেক্টের ব্যস্ততায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কৌশানীর নাম শোনা গেলেও শেষপর্যন্ত সিদ্ধান্তে আসা যায়নি। তাই সবদিক বিবেচনায় ইধিকাকেই চূড়ান্ত করেছে চ্যানেল। এখন দেখার, এই প্রথমবার দুর্গা রূপে তিনি দর্শকমনে কতটা প্রভাব ফেলতে পারেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page