জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“কাজ করি টাকার জন্য না…দেখো তোমার চাকরি আবার না চলে যায়, আমার খবরা-খবর নেওয়ার জন্যে!”— প্রোডাকশন হাউসের সঙ্গে ফের নয়া তিক্ততার ইঙ্গিত দিলেন জিতু! সুস্থ হয়ে শুটিংয়ে ফিরেই শুরু বিতর্কপূর্ণ আলোচনার ঝড়!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর (Chirodini Tumi Je Amar) আর্য সিংহ রায় অর্থাৎ অভিনেতা ‘জিতু কমল’কে (Jeetu Kamal) গত সপ্তাহের শুরুতেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। শুটিং সেটে হঠাৎ বুকে সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে বাইপাসে ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েক দিন বিশ্রাম নেওয়ার পর রবিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। আপাতত জিতু সুস্থ হলেও, চিকিৎসকরা তাঁকে সতর্ক থাকতে বলেছেন।

চিকিৎসকদের মতে, এমন কিছু গুরুতর সমস্যা না থাকলেও, অতিরিক্ত কাজের চাপই তাঁর শারীরিক ক্ষতি করছে। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই জিতু আবার ফিরলেন শুটিং সেটে। মঙ্গলবার সকালে গাড়ির ভেতর থেকে একটি সেলফি পোস্ট করেন তিনি। কালো মাস্ক, সাদা-কালো টি-শার্ট আর মুখ ঢাকা হাসি নিয়ে তিনি লিখেছেন, “বেঁচে থাকাকালীন মানুষকে নিয়ে সেলিব্রেট করুন, মৃত্যুর আগেই মেরে ফেলবেন না। আমি কাজ করি টাকা পাই বলে নয়, আমি কাজ করি আমার কাজটা ভীষণ ভালো লাগে বলে!”

তাঁর এই পোস্ট পড়েই নেটপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা— আসলে কার উদ্দেশে এমন বার্তা? অনেকেই মনে করছেন, সাম্প্রতিক কিংবদন্তে অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে যে মৃ’ত্যুর রটনা ছড়িয়েছে, সেই ঘটনাকে ঘিরে জিতুকে এভাবে ভাবতে বাধ্য করেছে। তবে, অভিনেতার পোস্টের আরও এক অংশে তিনি ধন্যবাদ জানিয়েছেন এসভিএফ প্রোডাকশনের অরবিন্দ দত্তকে— “ধন্যবাদ অরবিন্দদা, এসভিএফ প্রোডাকশনের তরফ থেকে একমাত্র তোমার কনসার্ন দেখে আমি অভিভূত। দেখো তোমার চাকরি আবার না চলে যায় জীতুর খবরা-খবর নেওয়ার জন্যে!”

এই মন্তব্যেই স্পষ্ট, তাঁর কথায় যথেষ্ট ইঙ্গিত রয়েছে। যদিও নাম করে কিছু বলেননি, কিন্তু ইঙ্গিতটা অনেকেই বুঝে গেছেন— প্রোডাকশন হাউসের সঙ্গে নায়কের সম্পর্ক এখন আর আগের মতো মসৃণ নয়। প্রসঙ্গত, কিছু মাস আগেই ধারাবাহিকের সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায় জিতুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তোলেন। সে সময়ে শুটিং ফ্লোরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল। দিতিপ্রিয়া পরে ক্ষমা চেয়ে নিলেও, নেটিজেনদের মনে সেই বিতর্কের রেশ রয়ে গিয়েছিল। অভিযোগ উঠেছিল, প্রোডাকশন হাউস অভিনেত্রীর পক্ষেই দাঁড়িয়েছে।

এমনকি বিজ্ঞাপন প্রচারেও নাকি অভিনেতাকে আড়ালে রাখা হচ্ছিল। তাই জিতুর সাম্প্রতিক মন্তব্যে অনেকেই দেখছেন সেই পুরনো ক্ষোভের প্রতিফলন। এদিকে, অসুস্থতার কারণে কিছুদিন দেখা যায়নি প্রিয় আর্য সিংহ রায়কে। গল্পের মোড়ও ঘুরেছে— অপর্ণার উপর খুনের অভিযোগ থেকে গ্রেফতারের, আর্যর অনুপস্থিতি নিয়ে। সব মিলিয়ে দর্শক অপেক্ষা করছিলেন তাঁর প্রত্যাবর্তনের জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান। আজ থেকেই ফের শ্যুটিং শুরু করেছেন জিতু কমল। দর্শকরা আবার দেখতে পাবেন তাঁদের প্রিয় আর্য স্যারকে!

Piya Chanda

                 

You cannot copy content of this page