জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘মিঠাইয়ের মতো ন্যাকা সিরিয়াল আমি জন্মে দেখিনি, মিঠাইকে নিয়ে বলার কিছু নেই’, কোনভাবেই মিঠাইকে নিয়ে রোস্ট করবেন না ঝিলাম গুপ্ত!

বর্তমানে ইউটিউবার একটা জনপ্রিয় পেশা। এখন ইয়ং জেনারেশন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না তারা ইউটিউবার হতে চায়। ইউটিউবে বিভিন্ন বিষয়ে তারা ভিডিও বানাবে এবং প্রচুর ভিউজ পাবে ব্র্যান্ড প্রমোশন পাবে, আর টাকা উপার্জন করবে এটাই তাদের ধারণা। যদিও ইউটিউবের এলগরিদম বুঝলে তারা এই ধারণা থেকে দূরেই থাকত।যাই হোক, আশা যাক কন্টেন্ট তৈরিতে।

বাংলা সিরিয়াল নিয়ে রোস্ট করে অনেক ইউটিউবার। তার মধ্যে এগিয়ে থাকবে বং গাই (আগে করতেন,এখন না), ঋষা বৈদ্য (অ্যামিউজিং রি), ঝিলম গুপ্ত। এরমধ্যে ঋষা বৈদ্য উমাকে নিয়ে হুলিয়ে ট্রোল করেছে তার আগে মন ফাগুনকে নিয়ে করেছিল। তবে ঝিলাম গুপ্ত সবাইকে নিয়ে করলেও এখনো মিঠাইকে নিয়ে কিছু করেনি।

jhilam gupta comment
তাই কিছু মিঠাই হেটার্স এবার তাকে প্রশ্ন করেছিল আপনি মিঠাইকে নিয়ে কিছু নিরপেক্ষ মতামত দিন। তিনি প্রথমে বলেন যে, আমি কী বলব। পরে তাকে জোর করা হলে তিনি বলেছিলেন, মিঠাইয়ের মত ন্যাকা সিরিয়াল তিনি এর আগে দেখেননি তাই তিনি মিঠাইকে নিয়ে কিছু বলবেন না।‌

jhilam gupta comment1

ব্যস, এতে নিন্দুক আর ভক্তরা দুজনেই হাতে বন্দুক পেয়ে গেছে। নিন্দুকরা বলছে মিঠাই ন্যাকা বলে বিরক্তিতে ঝিলম ভিডিও করে সময় নষ্ট করবে না। আবার ভক্তরা বলছে যে ঝিলাম ভালো করেই জানে, সে একবার মিঠাইকে রোস্ট করলে তার পেজে কতটা রিপোর্ট পড়বে। মিঠাইতে অদ্ভুত অদ্ভুত বিষয়ে দেখানো হয় না যে সেগুলো নিয়ে ট্রোলিং হবে। মিঠাইতে কেউ হাঁটু জলেও ডোবে না আবার কেউ সেফটিপিন দেওয়া সোনার চেনও পরে না। এখানে উড়ন্ত সিঁদুর উড়ন্ত হলুদ উড়ন্ত মালাতে বিয়েও হয় না।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page