জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Alta Phoring: ব্যাংকবাবু আজ থেকে ব্যাংকদাদা! নিজের স্বামী অর্ণবকে ভাইফোঁটা দিয়ে দিল ফড়িং, দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা

বর্তমানে আলতা ফড়িং ধারাবাহিকটি জমজমাট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু ঠিক জমছে না। ব্যক্তিগত কারণে বেশ কিছুদিন শুটিং থেকে চলে গেছিলেন নায়ক কিন্তু সম্ভবত তিনি আবার ফিরে আসছে কারণ ভাইফোঁটার দিন শুটিং হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি তাকে। সেদিন যা হয়েছে সেটা দেখে হেসে মরে যাচ্ছেন নেটিজেনরা।

Watch Aalta Phoring All Latest Episodes on Hotstar

ভাইফোঁটার দিনে শুটিং হয়েছে আলতা ফড়িংয়ের এবং ফড়িং অর্ণবকে ভাইফোঁটা দিয়ে দিয়েছে। একদম ঠিক শুনেছেন, মিডিয়ার সামনে অর্ণব কে ভাই ফোঁটা দিয়েছে ফড়িং। রিল লাইফ স্বামী-স্ত্রী কিন্তু রিয়েল লাইফে দাদা বোনের সম্পর্ক তাদের।

Phoring Bank Babu bhaifota
যদিও সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ট্রোলিং হয়েছে বলছেন যে এভাবে ভাইফোঁটা সকলের সামনে দিলে লোকের যে কটাক্ষ করা হবে সেটা তো স্বাভাবিক। অনেকেই বলছেন যে এবার ব্যাংক বাবুকে ভাইয়া বানিয়ে অর্জুনকে তো নিজের সাইয়া বানাবে। সেজন্যই ফড়িং এর এত তড়িঘড়ি ভাইফোঁটা দেওয়া।

Nira

                 

You cannot copy content of this page