জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) এবার যেন পুরোপুরি নাম পাল্টে “কোন গোপনে কার বিয়ে” হয়ে গেল। জি বাংলার সদ্য প্রকাশিত প্রোমো দেখে দর্শকদের চোখ কপালে! যেখানে বিয়ের আগে প্রেম, প্রেমের পরে বিচ্ছেদ, আর বিচ্ছেদের পরে আবার বিয়ে ছিল ধারাবাহিকে নায়কের একমাত্র কাজ, এবার সেখানে বন্দুক তাক করে অন্যকেউ সেই অনিকেতকেই বিয়েতে বাধ্য করছে! মানে,এবার বন্দুকের নিশানায় অনিকেতের নতুন ইনিংস।
শ্যামলীর বর্তমান স্বামী চন্দ্রাশীষ এবার একেবারে ইগোর লড়াইতে নেমেছে। শ্যামলীর প্রাক্তন অনিকেতকে হুমকি দিয়ে নিজের পছন্দের মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য ছাদনাতলায় বসিয়ে দিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যেন কোনও সিনেমার ক্লাইম্যাক্স সিন! নায়ক বন্দুকের মুখে, আর দর্শক বলছে, “এটা কি হচ্ছে ভাই?” ঠিক সেই মুহূর্তেই নায়িকার এন্ট্রি। হাতে কিছু কাগজ আর মুখে সংলাপ—”এই বিয়ে বন্ধ করো! আমার কাছে চন্দ্রাশীষ বাবুর সব কুকীর্তির প্রমাণ আছে!”

শ্যামলীর হাতে থাকা সেই কাগজ যেন টিপিক্যাল সিরিয়ালের মোড় ঘোরানোর সেই অদৃশ্য চাবিকাঠি। চন্দ্রাশীষ যদিও রেগে ওঠে, কিন্তু প্রমাণ দেখে কিছুটা দমে যায়। আর ঠিক তখনই শ্যামলী তার প্রাক্তনের হাত ধরে ছাদনাতলা থেকে বেরিয়ে যায়, একদম সিনেমার শেষ সিনের মতো ডায়লগ ছুঁড়ে দেয়—”এবার আমাদের আর কেউ আলাদা করতে পারবে না, স্যার!” এত নাটক দেখে দর্শকদের প্রতিক্রিয়া, “এমন প্রেম না করাই ভালো!
যে প্রেমে বারবার সততা প্রমাণ করতে চোর থেকে গুন্ডা বদমাইশ যাকে খুশি বিয়ে করে নিতে হয়, সেই সেই সম্পর্কে ভালোবাসা তো দুরস্ত পুরোপুরি বিষাক্ত!” প্রোমো শেষে একটাই প্রশ্ন—এবার কি চন্দ্রাশীষ থেমে যাবে? না কি প্রতিশোধ নিতে আবারো ফিরবে সে? শ্যামলী-অনিকেত জুটি কি এবার সত্যিই এক হবে নাকি আবার কোন ‘নতুন ষড়যন্ত্রের’ শিকার হবে তারা?
আরও পড়ুনঃ রাজ-সিমরণের গল্পই যেনো ঘটছে অপু-আর্যর জীবনে! নিজের অমত থেকেও বিয়ে করতে চলল অপর্ণা! শেষ মুহূর্তে হাত ধরবে আর্য?
সমাজ মাধ্যমে দর্শকদের কথায়, “ধারাবাহিকটা যেন দিনদিন সার্কাসে পরিণত হচ্ছে!” সত্যিই কি এবার ‘পুরোনো প্রেমে নতুন অধ্যায়’, নাকি সবটাই চন্দ্রাশীষের নতুন চাল? জানতে হলে চোখ রাখতেই হবে জি বাংলার পর্দায়, ২৩-২৫ এপ্রিল রাত ৮:৩০ টায় ‘কোন গোপনে মন ভেসেছে’র টানটান তিনদিনে।