জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রাজ-সিমরণের গল্পই যেনো ঘটছে অপু-আর্যর জীবনে! নিজের অমত থেকেও বিয়ে করতে চলল অপর্ণা! শেষ মুহূর্তে হাত ধরবে আর্য?

জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে’ অর্থাৎ জন্ম ও মৃত্যু এবং বিয়ে যেমন কারোর হাতেই থাকে না তেমনই মানুষ কখন কাকে কী দেখে ভালোবেসে ফেলে তারও কোনো সঠিক ব্যাখ্যা থাকেনা। বর্তমানে খানিক এমনই পরিস্থিতির শিকার হয়েছে আর্য-অপর্ণা। জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনায় মোরা পর্ব।

এই মুহূর্তে ধারাবাহিকে অপু-আর্যর মধ্যে চলছে এক অদৃশ্য মান-অভিমানের পালা। ইতিমধ্যেই অপর্ণা তার মনের কথা জানিয়েছে আর্যকে। কিন্তু, অপর্ণার মায়ের কথা রাখতেই আর্য নিজের মনের কথা চেপে রেখে তাঁকে বিয়ের জন্য রাজি করায়।

Tollywood serial Zee Bangla, jitu kamal, Ditipriya Roy, Bengali serial Entertainment Television, চিরদিনই তুমি যে আমার টলিউড সিরিয়াল, জি বাংলা জিতু কমল দিতিপ্রিয়া রায়, অভিনেতা অভিনেত্রী, বিনোদন, Chirodini Tumi Je Amar

এদিকে অপর্ণার বিয়ের জন্য তার পরিবার এবং আর্য স্যার তোড়জোড় শুরু করলেও তাঁরা দুজনেই এই বিয়েকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না। এমনকি কত পড়বে দেখা গেছে আর্য তার কথার মাধ্যমে অপর্ণাকে তার ভালোবাসার কথা জানিয়েছে।

দেখা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে ঠিক হয়েছে অপর্ণার বিয়ে। আর এই বিয়ের জন্য সবথেকে উত্তেজিত হয়ে উঠেছে আর্য। স্বয়ং আর্য সিংহ রায় নিজে হাতে অপর্ণার বিয়ের প্রস্তুতি করছে। কিন্তু এদিকে আবার চ্যানেল কর্তৃপক্ষর থেকে প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের নয়া প্রমো। প্রমোতে দেখা যাচ্ছে, অপর্ণার হবু শ্বশুর কাউকে একটা ফোন করে এই বিয়ের ব্যাপারে জানাচ্ছে। অপর্ণার হবু শ্বশুর বলছে, এই বিয়ে কেবলই বাহানা মাত্র, আসলেই সে আর্য স্যারের সঙ্গে ব্যবসা যাতে ভালো করে করতে পারে তাই জন্যেই এই বিয়ের ব্যবস্থা করা।

এ ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, আর্য অপর্ণার উদ্দেশ্যে বলছে, ‘আমাদের জীবনের গল্পগুলো ফিল্মের থেকেও ইন্টারেস্টিং’। অপর্ণার প্রতিবেশী বন্ধু আর্য স্যারের কথা শুনে অপর্ণাকে বলছে, এ যেনো দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার মতন হিরো নায়িকার সমস্ত বিয়ের আয়োজন করেও অবশেষে সেই হিরোইন নায়িকাকে বিয়ে করে নিয়ে পালিয়ে যায়।

Piya Chanda