জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এটা কি সিরিয়াল নাকি নোংরামোর পাঠশালা?” কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে নোংরামির চূড়ান্ত! দর্শকদের ক্ষোভ তুঙ্গে!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “কোন গোপনে মন ভেসেছে” শুরু থেকেই সম্পর্কের জটিলতা ও চমকপ্রদ টুইস্টের কারণে দর্শকদের আকর্ষণ করেছে। তবে সাম্প্রতিক ট্র্যাক দেখে দর্শকদের রীতিমতো ক্ষোভে ফেটে পড়তে হচ্ছে! মহা শিবরাত্রির পবিত্র দিনে নায়ক অনিকেতকে (রণজয় বিষ্ণু) তার প্রাক্তন স্ত্রী শ্যামলীকে (শ্বেতা ভট্টাচার্য) তার বর্তমান স্ত্রী ‘অনন্যার’ সামনেই কোলে তুলে নিয়ে শিবের মাথায় জল ঢালতে দেখা যায়! শুধু তাই নয়, পুরোহিত তাদের স্বামী-স্ত্রী ভেবে আশীর্বাদ দিলেও, তাদের মুখে কোনো লজ্জার ছাপ ছিল না!

নায়ক-নায়িকার এমন আচরণ দেখে দর্শকদের অনেকেই বলছেন, “এটা কি সিরিয়াল নাকি নোংরামোর পাঠশালা?” এর আগেও এই ধারাবাহিকে একাধিকবার বিতর্কিত দৃশ্য দেখানো হয়েছে। বিয়ের পরেও নায়ক-নায়িকা তাদের পুরনো প্রেমকে ভুলতে পারেননি, সম্পর্কের জটিলতা দিনে দিনে বেড়েছে। অনেকেই এই সিরিয়ালকে “প্রেম-পরকীয়া-প্রতারণার মহাকাব্য” বলে কটাক্ষ করেছেন! তবে এবারের ঘটনায় দর্শকদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে!

সোশ্যাল মিডিয়ায় অনেকে সরাসরি লিখেছেন, “সিরিয়াল নয়, শুদ্ধ নোংরামি দেখাচ্ছে চ্যানেল!” দর্শকদের ক্ষোভের কারণ শুধু অনিকেতের কাজ নয়, বরং পুরো গল্পের ধারা। “একজনের জীবন নষ্ট করে, আরেকজনের সাথে প্রেম—এটাই কি গল্পের নতুন সংজ্ঞা?”—প্রশ্ন তুলেছেন এক দর্শক। অনেকে আবার বলছেন, “প্রেম থাকতেই পারে, কিন্তু এরকম প্রকাশ্যে অপমান করে, একেবারে স্ত্রীকে সরিয়ে রেখে প্রাক্তনকে কোলে তোলার মানে কী?”

এই দৃশ্যের পর অনেকের প্রশ্ন—তাহলে কি অনন্যা এতদিন অন্যায়ের শিকার হচ্ছিল? অনিকেত ও শ্যামলী কি সত্যিই তাকে ঠকিয়েছে? অনেকে বলছেন, “অনন্যা যদি খারাপই হবে, তাহলে তার সামনেই এমনটা করার কী দরকার ছিল?” আবার কেউ কটাক্ষ করেছেন, “এত প্রেমই যদি ছিল, তাহলে ডিভোর্সটা দিলে কেন?” সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, নায়ক-নায়িকার প্রতি এই পক্ষপাতদুষ্ট আচরণ মেনে নিতে নারাজ দর্শকদের একাংশ।

ট্রোল করতে ছাড়েননি কেউ কেউ, এক দর্শক লিখেছেন, “এই সিরিয়ালের শেষ কোথায়? নায়ক-নায়িকা আবার এক হয়ে যাবে, আর অনন্যা ভিলেন হয়ে যাবে?” তবে এখন প্রশ্ন একটাই—অনন্যা কী করবে? সে কি প্রতিশোধ নেবে, নাকি আবারও নায়ক-নায়িকার মহান প্রেমের বলি হবে? দর্শকদের অনেকেই চাইছেন, এবার যেন অন্যায়ের প্রতিবাদ হয়! একজন লিখেছেন, “যদি এবারও নায়ক-নায়িকা মাফ পেয়ে যায়, তাহলে বাংলা সিরিয়াল দেখা বন্ধ!”

এক কথায়, “কোন গোপনে মন ভেসেছে” সিরিয়ালটি এখন নোংরামির অভিযোগে বিদ্ধ, আর দর্শকদের ক্ষোভ আগুনের মতো ছড়িয়ে পড়ছে! এই ধরনের দৃশ্যের ফলে ধারাবাহিকটির টিআরপি রেটিংয়ে প্রভাব পড়েছে। গত সপ্তাহে ‘কোন গোপনে মন ভেসেছে’ ৬.৯ রেটিং পেয়ে চতুর্থ স্থানে ছিল, তবে এই সপ্তাহে রেটিং কমে ৬.৬ হয়েছে। অনেকে মনে করছেন, গল্পে নতুনত্বের অভাব এবং বিতর্কিত বিষয়বস্তু এই পতনের মূল কারণ।

Piya Chanda