জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জবর খবর! ‘নিম ফুলের মধু’ শেষের আগেই বড় চমক! নতুন ধারাবাহিকে ফিরছেন পল্লবী শর্মা!

‘নিম ফুলের মধু’ শেষের আগেই বড় ঘোষণা! কোন নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রী পল্লবী শর্মাকে ?

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি বরাবরই দর্শকদের বিনোদনের কেন্দ্রে রেখেছে। একের পর এক জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, তৈরি হয়েছে বহু স্মরণীয় চরিত্র। বহু প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের হাত ধরেই এই ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয়েছে। তবে এই ইন্ডাস্ট্রির একটি চিরাচরিত রীতি হলো পুরনো ধারাবাহিকের অবসান এবং নতুন ধারাবাহিকের আগমন। দর্শকদের মনের কাছাকাছি থাকা চরিত্রগুলো যখন ছোট পর্দা থেকে বিদায় নেয়, তখন একদিকে যেমন মন খারাপ হয়, অন্যদিকে নতুন গল্প ও চরিত্রের অপেক্ষায় থাকেন তারা।

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে ‘নিম ফুলের মধু’ অন্যতম। এই ধারাবাহিকের প্রতিটি চরিত্র দর্শকের মনে দাগ কেটেছে। তবে তার মধ্যেও আলাদা করে নজর কেড়েছেন নায়িকা পর্ণা। তার সাহসী ও প্রতিবাদী চরিত্র দর্শকদের বিশেষভাবে প্রভাবিত করেছে। এই ধারাবাহিকের নায়ক-নায়িকার অনস্ক্রিন কেমিস্ট্রি, পারিবারিক ড্রামা ও টানটান উত্তেজনা একটানা দর্শকদের টেনে রেখেছে পর্দার সামনে।

এই ধারাবাহিকে নায়িকা পর্ণার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী পল্লবী শর্মা। বাংলা টেলিভিশনে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন এবং নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পল্লবীর সহজ-সরল অথচ দৃঢ় চরিত্রায়ন তাকে বিশেষ জনপ্রিয় করে তুলেছে। তার আগের ধারাবাহিক ‘কে আপন কে পর’-এও তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাই ‘নিম ফুলের মধু’-তে তার উপস্থিতি শুরু থেকেই দর্শকদের মধ্যে বিশেষ উন্মাদনার সৃষ্টি করেছিল। কিন্তু এবার এই ধারাবাহিক বন্ধ হতে চলেছে, আর এখান থেকেই নতুন কৌতূহলের জন্ম নিয়েছে।

প্রশ্ন উঠছে, এবার কী করতে চলেছেন পল্লবী? তিনি কি আবারও নতুন কোনো চরিত্রে ফিরে আসবেন? এই কৌতূহলের মধ্যেই নতুন এক খবরে উচ্ছ্বসিত দর্শকরা। সূত্রের খবর অনুযায়ী, জনপ্রিয় ক্রেজি প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে পল্লবীকে। ইতিমধ্যেই তার নতুন প্রোজেক্টের প্রোমো ভিডিও শুট হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া লুক টেস্টের মাধ্যমে তার চরিত্রও চূড়ান্ত হয়েছে।

যদিও এখনও পর্যন্ত স্টার জলসার এই আসন্ন ধারাবাহিকের নাম প্রকাশ্যে আসেনি। তবে ভক্তরা অপেক্ষায় রয়েছেন এই নতুন চমকের জন্য। কবে এই নতুন ধারাবাহিকের ঘোষণা হবে? কোন চরিত্রে দেখা যাবে পল্লবীকে? তার বিপরীতে কে থাকবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে একটাই কথা নিশ্চিত—পল্লবী আবারও ফিরছেন, আর সেই খবরে উচ্ছ্বসিত তার ভক্তরা!

Piya Chanda

                 

You cannot copy content of this page