জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সন্তানের জন্ম দিতে বাকি মাত্র ২০দিন! এরই মধ্যে এত বড় কান্ড ঘটিয়ে ফেললেন অন্তঃসত্ত্বা মানসী

‘মা’ শব্দটা পৃথিবীর সবথেকে ছোট শব্দ হলেও, এই শব্দের মধ্যে রয়েছে এক আলাদা শক্তি যা এই দুনিয়ার সব শক্তিকে এক ধাক্কায় পরাজিত করে দিতে পারে। ৯ মাস দশ দিন গর্ভে ধারণ করে কোনো নারী যখন তাঁর সন্তানকে ভূমিষ্ঠ করে এর থেকে পবিত্র আর কিছু হয় না।

যেকোনো নারী জীবনে পূর্ণতার স্বাদ পেতে মাতৃত্বের জীবনকে সাদরে আমন্ত্রণ জানান। তা সে গৃহবধূ হোক বা কর্মরতা। আবার, কোনো নারী যদি বিনোদন জগতের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে তাঁর কাজের ক্ষেত্রে বাধা আসা সত্ত্বেও অনেকেই মা হতে চান। বর্তমান সময়ে বাংলা টেলি জগতের অভিনেত্রী মানসী সেনগুপ্ত অন্তঃসত্ত্বা।

image 14

অভিনেত্রী প্রেগনেন্ট বলে কাজ থেকে বিরতিতে রয়েছেন। তবে নিজেকে সচল রাখার জন্য জীবনের বাকি যাবতীয় কাজ করেন এমনকি, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন স্বমহিমায়। অভিনেত্রীর মুখ থেকে শোনা গেছে ডেলিভারি হওয়ার জন্য তাঁর হাতে মাত্র বাকি ২০ দিন। কিন্তু এর মধ্যেই ঘটিয়ে ফেললেন বিরাট কান্ড! এমন কী করলেন যার জন্য হতবাক হলেন নেটিজেনরা?

সম্প্রতি, হঠাৎই একদিন অভিনেত্রীর শেষ অভিনীত সিরিয়াল ‘নিম ফুলের মধু’র সেটে গিয়ে হাজির হন। সেই সময় এই সিরিয়ালেরই অভিনেত্রী তনুশ্রী মানসীকে নিয়ে এক ভিডিও করে যা কিনা ভাইরাল হয়ে ওঠে নেট পাড়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, তনুশ্রী মানসীকে জিজ্ঞাসা করছে, “তোর আর ১মাস ডেলিভারি বাকি, আমাদের মেকআপ রুমে কী করছিস?” এই সময় মানসী বলে, “আরে, আমাদের মানেটা কী, এটা তো আমারও। আর ১ মাস নয় আমার ডেলিভারির ২০ দিন বাকি।”

অন্তঃসত্ত্বা অভিনেত্রী আরো বলেন, “আমি তো নরম্যাল আছি, কী করব, বাড়িতে বিছানায় শুয়ে থাকব? আমি বলছি, রেস্ট নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে হচ্ছে না। ডাক্তারও বেড রেস্ট বলেছেন, কারণ হাই রিস্ক প্রেগন্য়ান্সি। তবে রিস্ক কিছু না, আমার তেমন কোনও সমস্যাও হচ্ছে না তবে আগের বেবি আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তাই ডাক্তাররা আমাকে এই সময়টা বেডরেস্টে থাকতে বলেছেন।”

এরপর, তনুশ্রী জিজ্ঞাসা করে তার বাড়িতে কিভাবে সময় কাটছে? এই প্রশ্ন জিজ্ঞাসা করাতে তিনি বলেন, “সকাল বেলা ঘুম থেকে উঠি, ছুতো খুঁজি কীভাবে বাড়ি থেকে বের হব। গাড়ি নিয়ে বেরিয়ে যাই। আরে ডাক্তারের অ্যাপয়ন্টমেন্ট না থাকলেও জোর করে নি, তাহলে তো বাড়ি থেকে বের হতে পারব”।

Piya Chanda

                 

You cannot copy content of this page