জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

খাদান-বিনোদিনীর সাফল্যের পর মালদ্বীপে একান্তে দেব-রুক্মিণী! বিয়ের পিঁড়িতে বসছেন কবে?

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী (Dev-Rukmini)। কখনো সিনেমার প্রচারে রুক্মিণী কে কাঁদতে দেখে নিজেকে সামলাতে পারেননি দেব, আবার কখনোই দেবের কঠিন সময় রুক্মিণীকে হাত ছাড়তে দেখা যায়নি। যাকে বলা যায় ‘পাওয়ার কাপল'(power couple), প্রায়ই একসঙ্গে সময় কাটাতে বেরিয়ে পড়েন তাঁরা, যদিও যুগল ছবি খুব একটা দেন না। তবে আলাদা আলাদা পোস্ট দেখেই নেটিজেনরা আন্দাজ করে নেন।

প্রসঙ্গত, দেব অভিনীত ‘খাদান’ গত ডিসেম্বরে মুক্তি পেয়ে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এবং ব্লকবাস্টার হিট হয়। অন্যদিকে, রুক্মিণী মৈত্র অভিনীত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ জানুয়ারিতে মুক্তি পেয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে এবং ভালো ব্যবসাও করেছে। সম্প্রতি, ছবিটি ‘সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও দর্শকদের পছন্দের ছবির খেতাবসহ তিনটি পুরস্কার জিতেছে।

image 13

সেরা পরিচালক, সেরা অভিনেত্রী এবং সেরা দর্শকদের পছন্দের ছবির খেতাব পেয়েছে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা। অন্যদিকে দেব অভিনীত খাদান রিলিজ পেয়েছিল সুদূর দুবাইয়ে। অভিনেতা নিজে সেখানে উপস্থিত ছিলেন ছবির প্রিমিয়ারে সেখানেও নেহাতই কম প্রশংসা পায়নি এই ছবি। অনেকে কেজিএফ ও পুষ্পার সঙ্গে তুলনা টানলেও এই ছবির গল্প অনেকটাই ভিন্ন।

এবার একসঙ্গে কোথায় বেড়াতে গেলেন দেব রুক্মিণী?দেব সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এক ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে গাছের ছায়ায় দোলনায় বসে, সামনে বিস্তৃত নীল জলরাশি। ক্যাপশনে লিখেছেন, ‘এমনি,’ সঙ্গে জুড়েছেন জানে মন তুই জীবন গানটি। এছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি খালি দোলনা, সমুদ্রের দৃশ্য এবং ভোরবেলা শরীরচর্চার মুহূর্তের ছবি শেয়ার করেছেন।

অন্যদিকে, রুক্মিণী মৈত্র ঘরে বসে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, ক্যাপশনে লেখেন, ‘লুকোচুরি।’ যদিও তাঁরা কোথায় গেছেন তা জানাননি, তবে অনুরাগীদের ধারণা, মালদ্বীপেই ছুটি কাটাচ্ছেন। একসঙ্গে কোনও ছবি পোস্ট না করলেও নেটপাড়ার জল্পনা—দেব ও রুক্মিণী একসঙ্গেই বেড়াতে গেছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page