জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘সব শুরুর একটা শেষ থাকে…’, শেষের হল ‘নিম ফুলের মধুর পথ চলা, চোখে জল অভিনেতা অভিনেত্রীদের’!

বর্তমানে টিআরপি কমলেই ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেলগুলি, বেশিরভাগই ৩-৯ মাসের মধ্যে শেষ হচ্ছে। এবার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এবং একসময়ের টিআরপি টপার ‘নিম ফুলের মধু’ শেষ হতে চলেছে।কখনও রাত ৮টার স্লট দখলে রেখেছিল ‘নিম ফুলের মধু’, একাধিকবার টিআরপি তালিকার শীর্ষেও ছিল। কিন্তু নতুন সিরিয়াল ‘পরিণীতা’ আসার পর, এই ধারাবাহিককে সরিয়ে বিকেল ৬টার স্লটে পাঠানো হয়।

তবে ‘নিম ফুলের মধু’ টিকেছিল প্রায় আড়াই বছর—২০২২ সালের নভেম্বর মাসে শুরু হয়েছিল এই সিরিয়াল, আর ২০২৫ সালেই এটি শেষ হতে চলেছে। দুর্ভাগ্যবশত, বিকেলের সময়ে আসার পর থেকে দর্শকের আগ্রহ কমতে শুরু করে, টিআরপিও নিম্নগামী হয়। গল্পের গতিপথ বদলাতে নতুন প্রজন্মের চরিত্র হিসেবে আনা হয় :সোমু সরকার’-কে, তবে তা বিশেষ কাজে আসেনি।

আর সেই খবর নিশ্চিত করেছেন স্বয়ং ধারাবাহিকের নায়ক ‘রুবেল দাস’ ওরফে সৃজন।বৃহস্পতিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে পোস্ট শেয়ার করেন অভিনেত্রী ‘মৌমিতা (মানসী সেনগুপ্ত)’ এবং ‘তনুশ্রী গোস্বামী (ললিতা)’। প্রসঙ্গত গর্ভাবস্থার কারণে দীর্ঘদিন সিরিয়ালে দেখা যায়নি মানসী সেনগুপ্ত। চিকিৎসকের পরামর্শে তিনি অভিনয় থেকে বিরতি নেন। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, “অসাধারণ একটা সফর! এই ধারাবাহিকের অংশ হতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। খুব মিস করব!”

অন্যদিকে, তনুশ্রী গোস্বামী (ললিতা) পোস্ট করেন, “প্রত্যেক শুরুরই একটা শেষ থাকে… এটারও তাই। তোমাদের খুব মিস করব, দত্ত বাড়ি!” সঙ্গে জুড়ে দেন হৃদয়ের ইমোজি। রুবেল দাস এক সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার সিরিয়ালের পুরো টিম শেষ দিনের শুটিং করবে। ৯ মার্চ হতে পারে ধারাবাহিকটির শেষ সম্প্রচার।

সমাজ মাধ্যমে এহানে পোস্ট হতেই দর্শকমহলের একাংশ গভীর দুঃখ প্রকাশ করতে দেখা যাচ্ছে। এই সিরিয়াল শেষ হয়ে যাওয়াকে নিয়ে একাধিক সিরিয়াল প্রেমিকদের বক্তব্য তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল বিগত আড়াই বছরে এই ‘দত্ত পরিবার’। ‘পর্ণা’ হয়ে উঠেছিল তাদের নিজেরই বাড়ির মেয়ে তাদের আর দেখা যাবে না জেনে দর্শকমহলে দুঃখের আবহাওয়া।

বর্তমান তথ্য অনুযায়ী, ১০ মার্চ থেকে বিকেল ৬টায় ‘নিম ফুলের মধু’র পরিবর্তে দেখানো হবে নতুন সিরিয়াল ‘আনন্দী’। একইসঙ্গে, ‘আনন্দী’ যেখানে সম্প্রচারিত হচ্ছিল, সেই সাড়ে ৬টার স্লট পাবে ‘চিরদিনই তুমি যে আমার’, যেখানে মুখ্য চরিত্রে আছেন জিতু কমল ও দিতিপ্রিয়া রায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page