জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আমাকে সোশ্যাল মাধ্যমে ভীষণ স্টক করে সুমন দা! আমাদের কেমিস্ট্রিও খুব একটা মন্দ নয়, সুমনকে নিয়ে অকপট আরাত্রিকা

জি বাংলার সিরিয়াল মিঠিঝোরাতে আবারো সব বাধা বিপত্তি পেরিয়ে রাই ও অনির্বাণ এর চার হাত এক হলো। বর্তমানে সিরিয়ালে চলছে রাই ও অনির্বাণ এর হানিমুনের ট্র্যাক। আরাত্রিকা ও সুমন ওরফে রাই ও অনির্বাণ নাকি পাড়ি দিয়েছিলেন পুরুলিয়ায় এই আউটডোর শুটের জন্য। কেমন ছিল তাদের অভিজ্ঞতা আসন্ন এপিসোডে ঠিক কি কি দর্শকের জন্য অপেক্ষা করে রয়েছে এই নিয়ে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দুজনে কি বললেন?

সাক্ষাৎকারের তরফ থেকে প্রথমেই আরাত্রিকাকে জানতে চাওয়া হয় দর্শকমহলে আরাত্রিকা ও সুমনের রাই ও অনির্বাণ হিসাবে বহুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন সমাজমাধ্যমে তাদের ছবি একসাথে এত কম? উত্তরে আরাত্রিকা বলেন, “সুমনদা সবসময় ছবি তুলতে বা ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ বোধ করে না, এমনটা নয় যে আমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি খুবই বাজে”। এরপর আরাত্রিকা আরো বলেন, “সমাজ মাধ্যমে সুমনদা আমাকে নেহাত কম স্টক করে না!”

এরপর দুজনকেই জিজ্ঞেস করা হয় দুজনের সম্পর্কে দুজনের ধারণা ঠিক কিরকম? উত্তরে সুমন বলেন, “রাই খুব ম্যাচিওর অভিনেত্রী রাইয়ের এই চেপে থাকা স্বভাব সিরিয়ালের এই সিন আমাকে বারবার মুগ্ধ করে”। পাল্টা উত্তর এ আবার রাই বলে, “আমার মতে অনির্বাণ ও রাই এর প্রেম খুবই ম্যাচিওর কান্নাকাটি ইত্যাদি যা কম বয়সের প্রেমে থাকে তা নেই। বরং এই প্রেম খানিক কাব্যিক। যেমনটা গান ও গল্পে দেখা যায়”।

পুরুলিয়ায় শুটিংয়ের অভিজ্ঞতা কেমন জানতে চাওয়া হলে আরাত্রিকা বলে ‘সকাল চারটেয় উঠে শুটিংয়ে গিয়েছি। সকাল সাতটায় পান্তা ভাত খেয়েছি’ ‘অনির্বাণের আবার ঘুম হয়নি বলে দুঃখ নেহাতই কম না। সারাদিন বাসে করে ট্রাভেল করেছেন মাঝখানে শুটিং, শক্তিগড় থেকে কিনেছেন ল্যাংচা’ এমন কথা জানান সুমন।

এরপর তাদের প্রশ্ন করা হয়, আবারো কি দর্শকদের রাই এবং অনির্বাণ এর বিচ্ছেদ দেখতে হবে নাকি এরপর সব স্বাভাবিক হবে? উত্তরে আরাত্রিকা বলেন, “আশা করছি এইবার তেমনটা হবে না পুরুলিয়া শুটিংয়ে অন্তত আমরা চুটিয়ে রোমান্স করেছি। তবে দর্শকের জন্য আসন্ন পর্বে অনেক চমক অপেক্ষা করে আছে”।

Piya Chanda