জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিয়ের পর প্রথম শিবরাত্রি! মহাদেবের আশীর্বাদে একসঙ্গে পূজায় মগ্ন আদিত্য-পূর্বাশা, মুহূর্ত ক্যামেরাবন্দি!

বাংলার ছোট পর্দায় অভিনেতা আদিত্য চৌধুরী ও পূর্বাশা রায়, ২০২৪ সালে ডিসেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে দীর্ঘদিনের সম্পর্কের পর। অভিনেত্রী পূর্বাশা খোলামেলাভাবেই প্রথম থেকে জানিয়ে এসেছেন আদিত্য সঙ্গে সম্পর্কের কথা। আদিত্য এ ব্যাপারে যথেষ্ট গোপনীয়তা রেখেছিলেন।

ডিসেম্বর মাসে বিয়ের পর পূর্বাশা আদিত্যের সঙ্গে প্রতিনিয়ত সমাজমাধ্যমে ভাগ করে নেয় কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও। ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাদের অনুরাগী সংখ্যা নেহাত খুব একটা কম নয়। হানিমুন থেকে শুরু করে পূজো আচ্ছা সব রকমই ছবি এই দম্পতির প্রায়শই চোখে পড়ে।

গত সোমবার ছিল মহাশিবরাত্রি। বাঙালি দম্পতিদের কাছে এটি একটি বিশেষ দিন শুধু দম্পতি কেন অবিবাহিত নারী পুরুষ নির্বিশেষেই শিবের মাথায় জল ঢেলে উপোস রাখে প্রিয় মানুষের জন্য। এর ব্যতিক্রম টলি পাড়ার তারকারাও নয়। সমাজমাধ্যম জুড়ে এখন তাদেরই শিবরাত্রি উদযাপনের ছবি ঘোরাফেরা করছে।

এদের মধ্যে একজন আদিত্য ও পূর্বাশা। স্বাভাবিকভাবেই বিয়ের পর এটি তাদের প্রথম শিবরাত্রি। দুজন মিলে সেই শিবরাত্রি উদযাপনের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমের সাথে। এক সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিওতে পূর্বশাকে লাল শাড়ি, সিঁথি ভর্তি সিঁদুর ও গহনায় সেজে মহাদেবের মাথায় জল ঢালতে দেখা যাচ্ছে।

সঙ্গী ছিলেন স্বামী আদিত্য। আদিত্য অবশ্যই দিন পড়েছিলেন সাদা পাঞ্জাবি। এই নব দম্পতিকে এই দিন একসাথে শিব পূজা করতে দেখা গেল। এই ভিডিওটি ছাড়াও পূর্বাশা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুজনের কিছু ছবিও পোস্ট করেছেন। ক্যাপশনে লেখা, ‘মহা শিবরাত্রি’। সব মিলিয়ে বলাই যায়, বৈবাহিক জীবনে প্রথম শিবরাত্রি তাদের বেশ ভালই কেটেছে।

Piya Chanda