রাজ চক্রবর্তী প্রযোজিত জনপ্রিয় ধারাবাহিক ‘গোধূলি আলাপ।’ একজন মধ্যবয়সী পুরুষের প্রেমের গল্প থাকায় দর্শকরা প্রথমে আপত্তি জানালেও পরে ভালোবাসা পেয়েছে এই ধারাবাহিক।
ধারাবাহিকে মধ্যবয়সী উকিল অরিন্দম রায় বিয়ে করেছেন বয়সে ছোট নোলকের সঙ্গে। আস্তে আস্তে তারা একে ওপরের কাছাকাছি এসেছেন। মানুষের ভালোবাসা পেলেও ধারাবাহিকের টিআরপি রেটিং সেভাবে পরিবর্তন হয়নি। ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন।
তিনি বলছেন, টিআরপি নিয়ে ভাবলে কাজ করা যায় না। অভিনয় করা তার কাজ। টিআরপির জন্য প্রযোজক আছেন। তার কাছে টিআরপির কোনও সঠিক ব্যাখ্যা নেই।
তার এই মতামতের সঙ্গে মিল পাওয়া যায় ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’র অপরাজিতা আঢ্য’র কথায়। তিনিও বলেছেন, ‘এতো বছর অভিনয় জগতে থাকার পর টিআরপি বিচার করবে অভিনয়ের মান?’ এছাড়াও অনেক অভিনেতা অভিনেত্রী জানিয়েছেন তাদের ক্ষোভ।
তবে একটি ধারাবাহিকে শেষ কথা বলে টিআরপি। ভালো টিআরপি না পেলে বন্ধ করতে হয় সেই ধারাবাহিককে। সম্প্রতি ১০০ এপিসোড অতিক্রম করেছে ‘গোধূলি আলাপ।’ অভিনেতা কৌশিক সেন সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।