Entertainment

শেষ সানডে সাসপেন্সের গল্প পড়তে গিয়ে গলা ধরে গেল ‘সকালম্যানে’র! ‘‘‌মীর’‌ ছাড়া ‘‌মির’‌চি হয় না’, আর রেডিও শুনব না’, বলছেন ভক্তকুল

গত শুক্রবার, ১ জুলাই সকাল বেলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মির্চি ছেড়েছেন বলে জানিয়েছেন সকলের প্রিয় ‘সকালম্যান’ ওরফে মীর আফসার আলি। একথা জানার দুঃখে ভেঙে পড়েছেন ভক্তকুল। রবিবার দুপুরের ‘সানডে সাসপেন্স’র গল্পগুলো মিস করবেন সকলে। চোখে জল ‘সানডে সাসপেন্স’ প্রেমীদের। অনেকে বলছেন মীর ছাড়া ‘সানডে সাসপেন্স’ অনাথ।

আজ রবিবার দুপুরে শেষ বারের মতো সানডে সাসপেন্সে শোনা গেল মীরের কণ্ঠ। আজ সকাল ১১.৩০ নাগাদ সোশ্যাল মিডিয়া ফেসবুকে মীর তাঁর শেষ গল্পের ছবি দিয়ে একটি পোস্ট করেন। যেখানে তিনি লিখেছেন, ‘ছেড়ে বেরিয়ে আসার কয়েকদিন আগে রেকর্ড করা। গল্প পড়তে পড়তে বহু বার গলা চোক করে গেছে। ক্ষমাপ্রার্থী। এই ডার্ক গল্পটা পড়ার জন্য আমায় সব থেকে বেশী পুশ করেছে এই গল্পের ক্যাপ্টেন, আমার প্রিয় সহকর্মী পুষ্পল গাঙ্গুলী। আজ দুপুর ১টায় 98.3 Mirchi তে।’ আর তারপর দুপুর ১ টায় রেডিও মির্চির ইউটিউব চ‍্যানেলে শোনা গেলো এডগার অ্যালান পো এর লেখা, ‘The Tell Tale Heart’ গল্পটি।

images 25 9

মীরের গলায় শেষ গল্প শুনে চোখে জল এসেছে শ্রোতাদের। যদিও গত শুক্রবারের পোস্টে মীর আশ্বাস দিয়েছেন ‘তবে মির্চি ছেড়েছি। রেডিও নয়।’ তবুও মনকে বোঝাতে পারছে না ‘সকালম্যান’র অনুগামীরা। ওই পোস্টের পর মীরকে সকলে অনুরোধ করেছেন যেন রেডিও না ছাড়ে মীর। আবার পোস্টার নিচে প্রিয়ম সেনগুপ্ত নামে এক অনুরাগী লিখেছেন, প্লিজ, প্লিজ, প্লিজ অন্তত সানডে সাসপেন্সে থেকে যাও। তারানাথ তান্ত্রিক, শার্লক হোমস, ব্যোমকেশের বক্সী আর কারও গলায় মেনে নিতে পারব না। ‘মির’ ছাড়া ‘মির’চি হয় না’

আর ওই কমেন্টের নিচে পড়েছে প্রায় ৭৩৬ টি লাইক এবং লাভ রিয়াক্ট। এমনকি তিনি নিজের ফেসবুক ওয়ালেও একটি পোস্ট করেছেন, যেখানে তিনি মীর আফসার আলিকে মেনশন করে লিখেছেন ‘অভি না যাও ছোড়কে, ইয়ে দিল অভি ভরা নেহি।’

তবে মীর গতকাল পোস্ট করে তাঁর ভক্তদের জানিয়েছে, ২৭ বছর পর ২৭ দিনের ছুটি নিয়ে তিনি আবার ফিরতে পারেন। আশায় বুক বেঁধেছে অনুরাগীরা।

Pabitra