জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কাঁদছিল ছোট্ট কৃষভি, বাচ্চার কান্না থামাতে তাকে বে’দম প্র’হার পরিচারিকার! সিসিটিভি ফুটেজ দেখে শি’উরে উঠলেন কাঞ্চন-শ্রীময়ী!

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং স্বামী কাঞ্চন মল্লিকের সংসারে নতুন আনন্দ এনেছিল ছোট্ট কৃষভি। কিন্তু সেই আনন্দ অচিরেই বিষাদে পরিণত হল। কাজের ব্যস্ততার জন্য অনেক সময়ই বাড়ির বাইরে থাকতে হয় দু’জনকে। তাই শিশুর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন এক পরিচারিকার হাতে। ভরসা ছিল, কিন্তু সেই ভরসাই হয়ে উঠল ভয়ঙ্কর ফাঁদ।

কয়েক দিন আগে শ্রীময়ীর মা বিপত্তারিণী পুজোয় গিয়েছিলেন নিজের বাড়িতে। সে দিন শ্রীময়ী ও কাঞ্চন দু’জনেই বাইরে ছিলেন। একরত্তিকে একা রেখে গিয়েছিলেন পরিচারিকার কাছে। তবে বাড়িতে চলছিল সিসিটিভি ক্যামেরার নজরদারি। ফেরার পর ভিডিও ফুটেজ দেখে যা চোখে পড়ল, তা ভেবে শিউরে উঠেছেন অভিনেত্রী।

শ্রীময়ীর বর্ণনায়, কৃষভি কান্না করছিল। হঠাৎই ক্যামেরায় ধরা পড়ে, পরিচারিকা শিশুকে উপুড় করে বেদম মারছেন। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান শ্রীময়ী ও কাঞ্চন। অভিনেত্রী জানান, স্বামী তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচারিকার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করবেন। এক মুহূর্তে ভেঙে পড়েছিল তাঁদের বিশ্বাস।

তবে এখানেই শেষ নয়। নতুন করে পরিচারিকা বদলানোর পর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। হঠাৎ করেই রুপোর থালা, প্রদীপ আর কাঁসার পাত্র উধাও হতে থাকে। তখনই সন্দেহ জাগে শ্রীময়ীর মনে। আবাসনের নিরাপত্তারক্ষী-সহ অনেকের থেকে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁদের অনুপস্থিতিতে সিসিটিভি বন্ধ করে চুরি করত পরিচারিকা।

এই ঘটনার পর থেকেই চিন্তায় আছেন শ্রীময়ী-কাঞ্চন। মেয়েকে কোন ভরসায় রেখে বাড়ির বাইরে যাবেন, তা ভেবে পাচ্ছেন না তাঁরা। অভিনেত্রীর এই অভিজ্ঞতা কেবল তাঁদের নয়, হাজারো অভিভাবকের মনে এক নতুন আতঙ্ক তৈরি করেছে। এক প্রশ্ন এখন সবার মুখে—শিশু নিরাপদ কোথায়?

Piya Chanda

                 

You cannot copy content of this page